মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিভাইন মার্সী হাসপাতালের অগ্রযাত্রা নিয়ে সভা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২০ এএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার

নিউইয়র্কে খ্রিস্টানদের মতবিনিময়

 
আজকাল রিপোর্ট -
ঢাকার পূর্বাচলের কাছে ৩০০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম সমবায়ী হাসপাতাল ডিভাইন মার্সী হাসপাতালের অগ্রগতি সম্পর্কিত মতবিনিময় সভা নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই ঢাকার দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে জ্যাকসন হাইটসের গোল্ডেন এইজ লাক্সারি হলে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ওয়াইজম্যান ক্লাব অব জ্যাকসন হাইটসের প্রেসিডেন্ট সুখেন জোসেফ গমেজ।
ঢাকা ক্রেডিটের প্রাক্তন সভাপতি এবং হাসপাতাল নির্মাণ কমিটির আহ্বায়ক বাবু মার্কুস গমেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের নির্মাণ, বিভিন্ন অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন বাবু মার্কুস গমেজ।
নিউইয়র্ক, নিউজার্সী এবং কানেকটিকাটের সমবায়ী নেতৃবৃন্দ, সমাজসেবক, নার্স, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, সেবা কাজে ও মানব কল্যাণে দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের এটি একটি মহৎ উদ্যোগ, যা অনেককে অনুপ্রাণিত করবে। সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নবযুগ সম্পাদক শাহাবউদ্দিন সাগর, ইউএস বাংলা২৪-এর সম্পাদক আব্দুল হামিদ, নিউজ টুয়েন্টিফোরের ওয়াশিংটন ডিসি প্রতিনিধি শুভ রায়, কমিউনিটি অ্যাক্টিভিস্ট স্বীকৃতি বড়–য়া প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অব নিউইয়র্ক-নিউজার্সীর প্রেসিডেন্ট জেমস কোড়াইয়া, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন অব কানেকটিকাটের প্রাক্তন সভাপতি হেমন্ত পালমা, আমেরিকা বাংলা ক্লাবের প্রেসিডেন্ট মানিক ফলিয়া, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশের প্রেসিডেন্ট কেলভিন মন্ডল, সাপ্তাহিক প্রবাস পত্রিকার স্টাফ রিপোর্টার স্যামুয়েল এস. পিনেরু, ওয়াইজম্যান ক্লাব অব জ্যাকসন হাইটসের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিস রূপম গমেজ, সেক্রেটারি কর্নেলিয়াস জেসি ডি’রোজারিও, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নারী কমিটির যুগ্ম-আহ্বায়ক মার্সিয়া মিলি গমেজ, প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি প্যাট্রিক রোজারিও, সোর্স এন্ড সল্যুশনের প্রাক্তন সভাপতি ডেরিক পিনেরু প্রমুখ।
লুথারিয়ান চার্চের যোসেফ হাওলাদারের সার্বজনীন প্রার্থনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সূচনা বক্তব্য রাখেন হেমন্ত পালমা। বাবু মার্কুস গমেজ ভিডিও এবং গ্রাফিক্সের মাধ্যমে হাসপাতালের বৃত্তান্ত বর্ণনা করেন। তিনি হাসপাতালের সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন এবং ভবিষ্যত করনীয় সম্পর্কে ব্যাখ্যা করেন।  
   
পর্যায়ক্রমে হাসপাতালকে মেডিকেল কলেজের রূপদান এবং হাসপাতাল চালুর সাথে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। ভারতের বিখ্যাত ফাদার মূলার চ্যারিটেবল হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে হাসপাতালের অবকাঠামো এবং প্রশাসনিক কাঠামো বিন্যাস করা হয়েছে। ডিভাইন মার্সী হাসপাতাল চালু হলে কম খরচে ভারতের বিখ্যাত হাসপাতালের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। সমবায়ীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হাসাপাতালে সমবায়ী সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট এবং স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন স্যামুয়েল পিনেরু, ডেনিস রোজারিও, অমল ফিলিপ রোজারিও, রুমেল মার্ক গমেজ, সিলভেস্টার দুলাল গমেজ, জেমস নির্মল সরকার, শিশির গমেজ, লিনুস টলেন্টিনু, এন্ড্রু বুলবুল গমেজ, চন্দ্রা কোড়াইয়া, রেভারেন্ড মাবুদ চৌধুরী প্রমুখ। সকলেই হাসপাতালের সেবা প্রার্থীদের সাথে ভালো ব্যবহার, স্পেশালাইজড চিকিৎসক নিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং বিনিয়োগের নিশ্চিয়তা প্রদান, আমেরিকায় ঢাকা ক্রেডিটের কার্যক্রম পরিচালনাসহ নানা সুপারিশ সমূহ তুলে ধরেন।