মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারও নির্বাচন করবেন শাহীন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩১ এএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট -
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও  প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক সংসদ সদস্য ও ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। তবে তিনি খোলাসা করলেন না কোন দল থেকে নির্বাচন করবেন। তিনি বলেন, আমি এলাকার জনগনের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। তারাই আমার শক্তি। নির্বাচনী তফসিল ঘোষিত হলে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই আমার নির্বাচনী এলাকা কুলাউড়ায় গণসংযোগ করে চলেছি। মানুষের সুখে দুঃখে পাশে রয়েছি। উল্লেখ্য এর আগে এম এম শাহীন দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রথমবার বিএনপি’র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ও দ্বিতীয়বার ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।
এম এম শাহীন গত  সোমবার  জ্যাকসন হাইটসের ব্রুসন ভবনে এক সংবাদ সম্মেলনে আগামী সংসদ নির্বাচনে তার প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ প্রসঙ্গে তিনি অতীতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কি কি কাজ করেছেন তা তুলেন ধরেন। আগামীতে আরও কি করতে চান তা লিখিত আকারে সাংবাদিকদের সামনে পেশ করেন। এ সময় মঞ্চে তার পাশে ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম ও কুলাউড়া বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন।
এম এম শাহীন সংবাদ সম্মেলনে বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। বাংলাদেশের উন্নতি ও অগ্রযাত্রার তারা সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ছাড়াও শিক্ষা, চিকিৎসা ও তথ্য প্রযুক্তিসহ সবকিছু প্রবাসীদের ঘিরেই আবর্তিত হবে। আজকের যে বদলে যাওয়া বাংলাদেশ, এর পেছনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
   

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি প্রবাসীদের জন্য জাতীয় সংসদে ৩০টি আসন সংরক্ষণের দাবি জানান। তিনি বলেন, আমার প্রস্তাব ও কর্মতৎপরতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত হয়েছে। নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ চালু হয়েছে। তিনি লিখিত বক্তব্যে প্রবাসীদের  জন্য পূর্বাচলে ৩ হাজার ৩০০ প্লট বরাদ্দ, বারিধারায় ৫ শতাধিক ফ্ল্যাট নির্মাণ, ন্যাম ভবনে শতাধিক ফ্ল্যাট বরাদ্দ, রাজউকের নিকট প্রবাসীদের পাওনা টাকা ফেরত, ইস্কাটনে ১৮ তলা ভবন নির্মাণ, বিমান বন্দরেপ্রবাসী ডেস্ক স্থাপন, এয়ারপোর্টে গ্রিন চ্যানেল, প্রবাসী ব্যাংক প্রতিষ্ঠা, প্রবাসীদের ভোটাধিকার, বিদেশযাত্রায় মেডিকেল শুধু ঢাকাকেন্দ্রিক না করে বিভাগীয় শহরগুলোতে করার দাবি জানান। তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে এসব দাবি আদায়ে সোচ্চার হবো ইনশাল্লাহ।  
এম এম শাহীন প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশের স্থানীয়-জাতীয় যেকোনো নির্বাচনে শ্রম ও অর্থ দিয়ে নিজ নিজ এলাকার প্রবাসী প্রার্থীদের পাশে দাঁড়ান। প্রয়োজনে নির্বাচনের সময় দেশে গিয়ে অথবা প্রবাসে বসেই নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের উদ্বুদ্ধ করুন প্রবাসী প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে। এম এম শাহীন বলেন, প্রবাসীরা বিজয়ী হলে দেশ বিজয়ী হবে। সকল ভেদাভেদ ভুলে প্রবাসীরা ঐক্যবদ্ধ হলেই সেটা সম্ভব। এ জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশীদের তৎপরতা প্রশ্নে এম এম শাহীন বলেন, তারাতো বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে। এ চাওয়াতে কোন দোষ নেই। যে কেউ চাইতেই পারেন। তা’ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাওতো সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করবেন বলে জানাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আজকাল সম্পাদক শাহনেওয়াজ বলেন, এম এম শাহীন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে আমরা প্রবাসীরা তার জন্য ফান্ড রেইজ করবো। শুধু শাহিনই নয়, প্রবাসী যারাই দেশে প্রার্থী হবেন তাদের সহযোগিতায় প্রবাসীরা এগিয়ে আসবেন।