শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:৩৮ এএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার

 দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে সন্ত্রাসীদের গুলিতে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বাংলাদেশি সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাজেদুল হাসান লাকী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন মাজেদুল হাসান লাকীর ভগ্নিপতি মফিজ হোসেন মজু।

মফিজ হোসেন মজু বলেন, মাজেদুল হাসান লাকী ২০০৭ সালে সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশি সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়ি যোগে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় লাকী ঘটনাস্থলেই নিহত হন। এ খবর তার গ্রামের বাড়ি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরে ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

মফিজ হোসেন মজু আরো জানান, নিহত মাজেদুল হাসান লাকীর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।