শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফোবানার জোর প্রস্তুতি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৭ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার

কানাডার টরন্টোর শেরাটন সেন্টারে ৩৭তম আসর  

আজকাল রিপোর্ট -
১ থেকে ৩ সেপ্টেম্বর লেবার ডে উইকএন্ডে টরন্টোর শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে আয়োজিত ৩৭তম ফোবানা সম্মেলনের ব্যাপক প্রস্তুতি এগিয়ে চলেছে। টরন্টোর প্রাণকেন্দ্র সিটি হল ও ইটন সেন্টারের সামনে এই বিলাসবহুল হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
‘প্রবীণের অহংকার তারুণ্যের জয়গান’ শ্লোগান নিয়ে ফোবানা কনভেনশনের প্রস্তুতি এগিয়ে চলেছে। গঠিত হয়েছে ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদ। যার চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর আব্দুল আজাদ ও মেম্বার সেক্রেটারি রিমন ইসলাম। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান প্রধান পৃষ্ঠপোষক, মাহবুবব রব চৌধুরী চীফ কনসালটেন্ট, নজরুল ইসলাম মিন্টো চীফ এডভাইজার ও আহমেদ হোসেন চীফ কো অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। পুরো কনভেনশনের তত্ত্বাবধান করছেন ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ্নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজি আযম। কনভেনশনে যে শিল্পীরা অংশ নেবেন তাদের মধ্যে থাকবেন এস আই টুটুল, রিজিয়া পারভিন, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, লাবনী, এ কে আজাদ, খোন্দকার ইসমাইল প্রমুখ।
সম্মেলনকে সফল করতে এক সভা অনুষ্ঠিত হয় গত ১৭ জুলাই ড্যানফোর্থ এরিয়ার রেডহট রেষ্টুরেন্টে। ফোবানা কনভেনশন ২০২৩’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক বাবলু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত  সভায় বক্তব্য রাখেন ফোবানা কনভেনশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম মিন্টো ও প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার রেজাউর রহমান।
সভায় কনভেনশনের লক্ষ্য, উদ্দেশ্যও প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন কনভেনর আবুল আজাদ, চীফ কো-অর্ডিনেটর আহমেদ হোসেন ও মেম্বার সেক্রেটারী রিমন ইসলাম।