বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোপন বৈঠকের নথি ফাঁস ইমরান খানকে সরাতে ডোনাল্ড লু’র ভূমিকা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার


আজকাল ডেস্ক -
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না সরালে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট পাকিস্তানের একটি শ্রেণিবদ্ধ সরকারি নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। দ্য ইন্টারসেপ্টকে নথিটি সরবরাহ করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর এক বেনামী সূত্র। বৃহস্পতিবার এনডিটিভির খবরে বলা হয়, ইন্টারসেপ্টের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের মধ্যে একটি বৈঠক হয় গত বছরের ৭ মার্চ। সেখানেই ইমরান খানের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষতা অবলম্বন করার অভিযোগে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করতে প্রভাবিত করা হয়। ডোনাল্ড লু ও মজিদ খানের বৈঠকের পর ‘সাইফার’ নামে পরিচিত গোপন কোডে লেখা ‘সিক্রেট’ শিরোনামের একটি বার্তা পাকিস্তানের উদ্দেশ্যে পাঠানো হয়। গোপন কোডে দেওয়া প্রতিশ্রুতি ছিল, ইমরান খানকে সরিয়ে দেওয়া হলে ইসলামাবাদের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখা হবে। আর তিনি যদি প্রধানমন্ত্রী পদে বহাল থাকেন তাহলে পাকিস্তানকে একঘরে করে দেওয়া হবে। নথিতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের এই বৈঠকের বিবরণ রয়েছে। বৈঠকটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার দুই সপ্তাহ পর অনুষ্ঠিত হয়েছিল।