গোলাম ফারুক শাহীনের সম্মাননা লাভ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৭ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা দেয়া হয়েছে মূলধারার রাজনীতিবিদ গোলাম ফারুক শাহীনকে। লং আইল্যান্ডের ডিয়ার পার্ক আরভিং এভিনিউতে অনাড়ম্বও এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এর আগে আরভিং এভিনিউতে স্ট্রিট মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাবিলন টাউন সুপার ভাইজার রিচ শেফার্ড। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান ডুরান গ্রেগরী, কাউন্সিলম্যান টেরেন্টসিম্যাক সুইনীসহঅন্যরা।
এ নিয়ে দ্বিতীয় বার এই মেলার আয়োজন করা হয়। মেলার সমন্বয়কারী ছিলেন গোলাম ফারুক শাহীন। উৎসবমুখর পরিবেশে অনেকে অংশ নেন এই মেলায়। লং আইল্যান্ডে দীর্ঘ দিন যাবৎ নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত রয়েছেন শাহীন। তিনি কোভিড ১৯-এর সময় মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও খাবার বিতরন করেন। মৃত মানুষের দাফন-কাফন থেকে শুরু করেঅন্যান্য কর্মকান্ডেও জড়িত ছিলেন তিনি।
এছাড়া লংআইল্যান্ড মসজিদে বাংলাদেশীদের পক্ষ থেকে বড় ইফতারের আয়োজন কওে মূলধারার রাজনীতিবিদদের সম্পৃক্ত করেছিলেন তিনি। এইসব সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ ব্যাবিলন টাউন কর্তৃপক্ষ বোর্ড সম্মানিত করে তাকে। সম্মাননা হস্তান্তরওর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড।