রাশেদ চৌধুরীর ফিরিয়ে নিতে দ্বিপক্ষীয় আলোচনা প্রয়োজন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৪ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
ব্রিফিংয়ে জাতিসংঘ মুখপাত্র
আজকাল রিপোর্ট -
ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার ইস্যুটির নিষ্পত্তি ঘটতে পারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যদিয়ে। গত ৭ আগস্ট সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান খান একথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র মানবাধিকার লংঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে কিনা জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানান, ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেয়ার ইস্যুটির নিষ্পত্তি ঘটতে পারে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে।
ফারহান হক বলেন, আমি মনে করছি এটি দ্বি-পাক্ষিক ইস্যু, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে তার সমাধান করা যেতে পারে। এ সম্পর্কিত প্রশ্নটি ছিল, ‘আগস্ট মাস বাংলাদেশের জনগণের জন্য শোকের মাস। কারণ এ মাসেই বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছে বাঙালিরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদেরকে ঢাকার বাসভবনে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর খুনিদের একজন রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত রাশেদ চৌধুরীকে মৃত্যুদন্ড দিয়েছে এবং বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের পরও যুক্তরাষ্ট্র রাশেদ চৌধুরীকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোন ইতিবাচক সাড়া দেয় নাই। অভিযোগ রয়েছে, একজন খুনিকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র মানবাধিকার লংঘন করছে। এ বিষয়ে জাতিসংঘের কোন বক্তব্য বা প্রতিক্রিয়া আছে কিনা।’