বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক এসাইলাম প্রার্থীদের স্বর্গ সহায়তায় আরও ৫ মিলিয়ন ডলার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৬ এএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট -
নিউইয়র্ক এসাইলাম প্রার্থীদের স্বর্গ রাজ্য। প্রতিদিনই আশ্রয়প্রার্থীরা নিউইয়র্কমুথী হচ্ছেন। সিটি কর্তৃপক্ষও তাদের জন্য নিত্যনতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করছে। এবার নিউইয়র্ক সিটি মেয়রের অফিসের ইমিগ্র্যান্ট অ্যাফেয়ার্স কমিশনার ম্যানুয়েল কাস্ত্রো আশ্রয়প্রার্থীদের আইনি প্রয়োজনে সহায়তা করার জন্য ৫ মিলিয়ন ডলার বরাদ্ধ ঘোষণা করেছেন।  
এই ৫ মিলিয়ন ডলার আশ্রয়প্রার্থীদের জন্য ইতোমধ্যে বরাদ্ধকৃত ৬৫ মিলিয়ন ডলার সহায়তার অতিরিক্ত। যা যুক্তরাষ্ট্রের যেকোনো শহরের তুলনায় বেশি। এসাইলাম প্রার্থীদের সহায়তায় জাতীয় কৌশলের বাইরে নিউইয়র্ক সিটির এই অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার কারণে নিউইয়র্কে নবাগতদের ভিড় বাড়ছে। সিটির আইনি সহায়তা নেটওয়ার্ক নতুন আসা আশ্রয়প্রার্থীদের জন্য অভিবাসনে আইনি সহায়তা প্রদানের জন্য ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে বলে জানানো হয়েছে।
বিশ্বব্যাপী মানবিক সংকটের মধ্যে প্রতিদিনই শত শত মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। সীমান্তগুলোতে অপেক্ষায় আছেন হাজার হাজার আশ্রয়প্রার্থী। এসব আশ্রয়প্রার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাদের স্বাগত জানাচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্য, বিশেষ করে নিউইয়র্ক সিটি। ইতোমধ্যে নিউইয়র্কের শত শত হোটেল ও মোটেলগুলো সিটি ভাড়া নিয়ে আশ্রয়প্রার্থীদের থাকার ব্যবস্থা নিয়েছে।
নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন কমিশনার ম্যানুয়েল কাস্ত্রো বলেন, আমি মেয়রের অফিসে কাজ করে মানবিকতায় আশ্রয়প্রার্থীদের পাশে থাকতে পেরে গর্বিত। আজ আমি পুরো সিটি জুড়ে অন-দ্য-গ্রাউন্ড অংশীদারদের সাথে বোঝাপড়া করে আরও ৫ মিলিয়ন ডলার অর্থ বরাদ্ধ করার ঘোষণা দিচ্ছি। এতে আমাদের নতুন নিউইয়র্কবাসীদের সমর্থনে ও তাদের সহায়তায় কাজে আসবে। এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখতে আমরা সচেষ্ট থাকবো।
তিনি আরও বলেন, এই নেটওয়ার্কের মাধ্যমে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ সম্প্রতি আগত অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের জন্য অভিবাসন আইনি সহায়তার ক্ষেত্র প্রসারিত করবে। মিডটাউন ম্যানহাটনের রেড ক্রস বিল্ডিং-এ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশান হেল্প সেন্টার ছাড়াও শহরব্যাপী কমিউনিটি-ভিত্তিক বিভিন্ন স্থাপনায় সেবা কার্যক্রম প্রদান করা হবে বলে জানান তিনি।