বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৯ এএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমানটি বুধবার মস্কোর কাছে টিভের অঞ্চলে বিধ্বস্ত হয়। তবে রাশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যম প্রিগোজিনের নিহতের বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য না জানালেও বিমানে তার অবস্থানের বিষয়টি সত্য বলে খবর প্রকাশ করেছে।

প্রিগোজিনকে বহনকারী ওই ফ্লাইট রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিল।


 রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরোহীদের একজনের নাম প্রিগোজিন। তবে ওই দুর্ঘটনা নিয়ে আর কোনো তথ্য জানাননি তারা।

রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিক বলছে, প্রিগোজিনসহ বিমানটিতে ১০ আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ছিলেন ক্রু। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।

 এর আগে ওয়াগনার গ্রুপ সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন খবর দিয়েছে যে, মস্কোর উত্তরের একটি এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিবর্ষণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, বিমানটি এমব্রেয়ার লিগ্যাসি জেট মডেলের আরএ-০২৭৯৫ সিরিয়ালের। জনপ্রিয় ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর তথ্য অনুযায়ী বিমানটি মস্কো থেকে যাত্রা শুরু করলেও সর্বশেষ টিভেরের কাছে এসে গতি পুরোপুরি থেমে যায়।