বাংলা ট্রাভেলস’র দুই যুগপূর্তি গ্রাহক সেবায় ব্যাপক সুবিধার ঘোষণা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪২ এএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
বাংলা ট্রাভেলস ২৪ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পাওয়া আর মাত্র ১৭৯৫ ডলারে ওমরাহ হজ্ব প্যাকেজের ঘোষণা দিয়েছে। এই প্যাকেজে থাকবে বিমান ভাড়া, হোটেল খরচ, জেদ্দা এয়ারপোর্ট থেকে পিকআপ ও ড্রপ, মক্কা ও মদিনায় যাতায়াতের ব্যবস্থা। মদিনাম সজিদে অধ্যয়নরত উচ্চ শিক্ষিত বাংলাদেশি গাইড সর্বদা সেবাদানে প্রস্তুত থাকবে। নিউইয়র্ক জ্যাকসন হাইটসের বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল তার ট্রাভেল ব্যবসার দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। গত ২১ আগষ্ট জ্যাকসন হাইটস গোল্ডেন এজ পার্টি সেন্টারে তিনি সাংবাদিক ও পৃষ্ঠপোষকদের সাথে এক মত বিনিময় সভা আয়োজন করেন।
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানসমূহে দুই যুগ ধরে একটি দক্ষ পেশাজীবী টিম নিয়ে আমরা নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেটে সার্ভিস দিয়ে আসছি। তিনি বলেন, আমাদের সেবার বিষয়ে আপনাদের মতামত ও ভ্রমণের বিষয়ে পরামর্শ নিয়ে আরো ভাল করতে চাই। তিনি বলেন, বাংলা ট্রাভেলসের একটি দক্ষ গ্রুপ মক্কা নগরীতে নিরলসভাবে কাজ করছে। নিউইয়র্র্ক সহ আমেরিকার যে কোন স্টেট থেকে প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশ ও ভাষার ধর্মপ্রাণ নার-পুরুষদের জন্য এই সার্ভিস খোলা রয়েছে। পবিত্র মক্কা ও পার্শ্ববর্তী মদিন নগরী ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও আমাদের সার্ভিস উন্নয়নে আপনাদের পরামর্শ কাম্য। অনুগ্রহ করে বরাবরের মতো আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলা ট্রাভেলসকে কমিউনিটির সেবায় আপনাদের সাথে রাখবেন।
তিনি বলেন, ব্যবসা এবং সামাজিক উন্নতিতে বাংলা ট্রাভেলস আপনাদের সাথে অংশীদার হতে চেষ্টা করে এবং আগামীতেও বাংলাদেশ ও উত্তর আমেরিকার প্রবাসী কমিউনিটির সাথে ভাল কাজে সবার সাথে থাকবার জন্য আমরা অঙ্গিকারবদ্ধ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে মত বিনিময় সভা শুরু হয়। জনাব বেলালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলা ট্রাভেলসের স্টাফদের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার আবু তাহের খান। অনুষ্ঠানে বক্তৃতা করেন জেবিবিএ’র সাবেক সভাপতি, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, কন্ঠ শিল্পী বেবী নাজনীন, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, মেঘনা ট্রাভেলসের ফরিদ উদ্দিন, এ আর এম রফিক উদ্দিন, কাজ মইনুল ইসলাম, টিবিএন২৪ এর মেজবাহ উজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠানে গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই বাংলা ট্রাভেলসের কার্যক্রম ও বিশেষ করে বেলায়েত হোসেন বেলালের উদ্যমী তৎপরতার প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।