দুই বছরব্যাপী শিল্পী সুলতানের জন্মশতবার্ষিকী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪৬ এএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
জাতীয় ও আন্তর্জাতিক কমিটি ঘোষণা
আজকাল রিপোর্ট -
কিংবদন্তি শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনে জাতীয় ও আন্তর্জাতিক কমিটি ঘোষণা করা হয়েছে। দুই বছরব্যাপী দেশে-বিদেশে সুলতানের জন্মশতবর্ষ পালিত হবে। শিল্পীর জন্মদিন ১০ আগস্ট থেকে এই উদযাপন শুরু হয়েছে।
এসএম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনে জাতীয় ও আন্তর্জাতিক কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, আহ্বায়ক শিল্পী মনিরুল ইসলাম ও সদস্য সচিব হয়েছেন আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন। কমিটিতে বাংলাদেশের প্রথিতযশা শিল্পী, মুক্তিযোদ্ধা, শিল্প সমালোচক, আলোকচিত্রী, স্থপতি, চলচ্চিত্রকার, শিক্ষক, গবেষক, কবি, সাহিত্যিক, কিউরেটর, ছাত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্প সংগঠক-সহ সকল শ্রেণী-পেশার প্রায় চারশ ব্যক্তি রয়েছেন। নিউইয়র্কের বিভিন্ন পেশার ২০ জন ব্যক্তি কমিটিতে থাকছেন বলে জানা গেছে।
শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের এই কমিটি দুই বছরব্যাপী নানা আয়োজনের কর্মসূচি যথাসময়ে ঘোষণা করবে।
শিল্পী মুনিরুল ইসলাম ও আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রথম প্রজন্মের কিংবদন্তি শিল্পী এসএম সুলতানের জীবন, দর্শন ও শিল্প অমূল্য সম্পদ, যার অংশীদার সবাই। দুই বছর শিল্পী সুলতানকে নিয়ে আয়োজিত প্রদর্শনী, জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা, স্মৃতিসভা, প্রকাশনা, সেমিনার, কর্মশালা, শিশুদের চিত্রাঙ্কণসহ নানা আয়োজনে দেশে-প্রবাসে সবাইকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।