বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০২ এএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার

মার্কিন স্বাধীনতা ঘোষণায় দেশটির প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের সম্মান জানানো হয়েছে। এই মৌলিক অধিকারের মধ্যে ধর্মীয় স্বাধীনতাও রয়েছে।

মুসলমানদের জন্যে ইসলাম হচ্ছে একটি জীবন বিধান এবং তাদের পাঁচ ওয়াক্ত নামাজের জন্যে আজান খুব গুরুত্বপূর্ণ। আজান দিতে প্রায় ২ থেকে ৫ মিনিট প্রয়োজন হয় এবং দিনে পাঁচবার স্পিকারের(পিএ সিস্টেম) মাধ্যমে এ আজান দিতে হবে।

 নিম্নে স্থানীয় সময় অনুযায়ি আজানের সময় দেয়া হলো:

ফজর (খুব ভোরে), জোহর (সাধারণত দুপুর ১টা বা ১৩০০ আওয়ার্স), আসর (পড়ন্ত বিকালে ৬টা বা ১৮০০আওয়ার্স), মাগরিব (সূর্যাস্তের সময়) ও এশা (রাত ৮টা থেকে ৯টা বা ২০০০-২১০০ আওয়ার্স)।

 মুসলিম সম্প্রদায়কে নামাজের জন্যে আজানের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিউনিটি কর্মকর্তাদের মসজিদে মসজিদে গিয়ে স্পিকারের মাধ্যমে আজানের বিষয়টি জানানোর নির্দেশনা দিয়েছেন নিউইয়র্ক কমিউনিটি ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক স্টুয়ার্ট।

 আজানের আওয়াজ গ্রহণযোগ্য পর্যায়ে থাকতে হবে।

মুসলিম নেতাদের প্রতিবেশীদের আলোচনা ও সম্পর্ক প্রতিষ্ঠায় করতে উৎসাহিত করতে হবে।

উপাসনালয় বা মসজিদ কর্তৃপক্ষকে কোন লিখিত অনুমতি নেয়ার প্রয়োজন হবে না তবে বিদ্যমান আইন অনুযায়ি সাউন্ড ডিভাইস ব্যবহার করতে পারবে না।

আজান প্রচারের ডিভাইস অবশ্যই মসজিদের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং নগরীর পরিবেশ সুরক্ষা বিভাগের নীতি অনুয়ায়ি আজানের আওয়াজ অবশ্যই যথাযথ ডেসিমেলের আওতায় থাকতে হবে।

সূর্যাস্তের পর এটা ব্যবহার করা যাবে না এবং কেবল সকাল ৯টার পর বা ০৯০০ আওয়ার্স স্পিকার ডিভাইস ব্যবহার করা যাবে।