বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলের মতো নিরাপত্তার নিশ্চয়তা চায় ইউক্রেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার

এর আগেও নিরাপত্তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে একাধিকবার আবেদন করেছিলো কিয়েভ। তবে এবার কিছুটা ভিন্নভাবে নতুন নিরাপত্তা প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল যে ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পায়, সেই ধরনের নিরাপত্তা আশা করছে তাঁর দেশ। সূত্র: সিএনএন

এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, এই নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে দেশকে রক্ষার এবং একই সঙ্গে হামলার চালানোরও নিশ্চয়তা চান জেলেনস্কি।

 তবে এই নিরাপত্তা পাওয়ার পুরো বিষয়টি হোয়াইট হাউসের ওপর নির্ভর করে বলে মনে করেন জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে থাকবেন, সেটা গুরুত্বপূর্ণ। এই চুক্তি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে অনুমোদন হয়ে আসতে হবে।