রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোরে ভারত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৭ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

 

এশিয়া কাপে এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে নেপাল ২৩০ রানে অলআউট হয়। ভারত ২ ওভার ১ বলে ১৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। বৃষ্টি আইনে ভারতের নতুন লক্ষ্য দাঁড়ায় মোট ২৩ ওভারে ১৪৫ রান। ১৭ বল ও ১০ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত।

২৩১ রানের লক্ষ্যে নেমে নেপালি পেসার কারানের করা প্রথম ওভারটা দেখে শুনে খেলেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে চড়াও হন শুভমান গিল। বৃষ্টিতে খেলা বন্ধ ছিল দুই ঘণ্টার মতো। তবে বৃষ্টি শেষে ফের খেলা শুরু হলে নেপালকে কোন সুযোগই দেননি ভারতীয় দুই ওপেনার।

৩৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি তুলে নেন রোহিত। গিলও ওয়ানডেতে নিজের সপ্তম ফিফটি পূরণ করেন ৪৭ বলে। রোহিত ৫৯ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫ ছক্কা। গিল ৮ চার ও ১ ছক্কায় ৬২ বলে অপরাজিত ছিলেন ৬৭ রানে। ভারত করে বিনা উইকেটে ১৪৭ রান।

তার আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান রোহিত। প্রথম পাঁচ ওভারের মধ্যেই ভারতীয় ফিল্ডাররা তিনটি ক্যাচ ফেলেন! সুযোগটা কাজে লাগায় নেপাল। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। কুশাল ভুর্তেলের (৩৮) বিদায়ে জুটি ভাঙে।

নেপালের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন আসিফ শেখ। এ ছাড়া সোম্পাল কামি ৪৮ ও দিপেন্দ্র সিং ২৯ রান করেন।

ভারতের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। জাদেজাও নেন তিন উইকেট।

পাকিস্তানের বিপক্ষে ২৩ ওভারে বেশি ব্যাট করতে না পারা হিমালয়ের দেশটি ভারতের সঙ্গে ৪৮ ওভার ব্যাট করে ২৩০ রানে অলআউট হয়।