‘ওরা’ নিউইয়র্ককে ধ্বংস করে দেবে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১২ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
অভিবাসন সমস্যা নিয়ে উদ্বিগ্ন এরিক এডামস
আজকাল রিপোর্ট -
নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের ক্রমাগত আগমনে উদ্বেগ প্রকাশ করে সিটি মেয়র এরিক এডামস বলেছেন, ওরা এই শহরকে ধ্বংস করে দেবে। দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে টেক্সাস ও আরিজোনা থেকে যেভাবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা নিউইয়র্ক সিটিতে প্রবেশ করছে তাতে তিনি শংকিত। তিনি বলেছেন, এইভাবে আসা ইমিগ্র্যান্টরা নিউইয়র্ক সিটিকে ধ্বংস করে দেবে। সিটি কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি বলেন লক্ষাধিক মাইগ্র্যান্টসের অতিরিক্ত চাপের প্রতিক্রিয়া সিটির প্রত্যেকের ওপরই পড়বে। এ ব্যাপারে তিনি গত মঙ্গলবার টেক্সাসের গভর্ণরকেও অবহিত করেন। তিনি বলেন. মানবিকতার দিকে তাকিয়ে গত দেড় বছরে সিটি প্রায় ১ লাখ এসাইলাম প্রার্থীকে আশ্রয় দিয়েছে। তাদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করতে সিটি হিমশিম খাচ্ছে। কিন্তু অতিরিক্ত এই জনস্রােতের ভার কাঁধে নিতে স্টেট ও ফেডারেল সরকারের আশাপ্রদ সাড়া পাওয়া যাচ্ছে না।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেই দিয়েছেন, নিউইয়র্কের মাইগ্রান্ট সমস্যা সমাধানে কংগ্রেসের উদ্যোগ নিতে হবে। হোয়াইট হাউজ একা কিছু করতে পারবে না। প্রেসিডেন্টের এ বক্তব্যের পর কংগ্রেসের স্পীকার ও রিপাবলিকান দলীয় নেতা ম্যাকার্থি বলেছেন, নিউইয়র্কের মাইগ্রান্ট সংকট সেখানকার ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচিত নেতৃত্বের সৃষ্ট। তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে তা ব্যবহার করছে।
এদিকে নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর। স্কুলগুলোতে রয়েছে শিক্ষক সংকট। এর মধ্যেই বুধবার ২ হাজার ১ শত ইমিগ্রান্ট শিশুকে সিটির স্কুলগুলোতে ভর্তি করা হয়েছে। গর্ভনর ক্যাথি হোকুল অবশ্য সিটির স্কুলগুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগে ৩৪ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন।
টেক্সাস গর্ভনর গ্রেগ অ্যাবোট ডেমোক্রাট অধ্যুষিত স্টেট ও শহরগুলোকে টার্গেট করে সীমান্ত এলাকা থেকে এসাইলাম প্রার্থীদের বাসে করে পাঠিয়ে দিচ্ছেন। গত এক বছরে বাসে তিনি নিউইয়র্ক সিটিতেই পাঠিয়েছেন ১৩ হাজার শরণার্থী। টেক্স্াস থেকে শিকাগো, লসএঞ্জেলস, ওয়াশিংটন ডিসি ও বোস্টনেও তাদের পাঠানো হচ্ছে। এসব শহরগুলোর মেয়র ও কর্মকর্তারা বারবার আপত্তি জানালেও ভ্রƒক্ষেপ করছেন না অ্যাবোট। বরং রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তিনি বাহবা পাচ্ছেন। নিউইয়র্ক সিটিতে পর্যটকদের স্বর্গ হিসেবে খ্যাত ম্যানহাটানের টাইমস স্কয়ার মাইগ্রান্টস ও হোমলেসদের কারণে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। থ্রি কিংবা ফাইভ স্টার হোটেলগুলোতে আশ্রয় দেয়া হয়েছে মাইগ্রান্ট ও হোমলেসদের। আর এইসব হোটেলগুলোর সংলগ্ন এলাকায় নিরাপদে চলাফেরা অসম্ভব হয়ে উঠেছে। পর্যটকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন সিটি থেকে। সিটির পর্যটন খাতের আয় ২০১৯ সালের তুলনায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন সিটির কর্মকর্তারা।