অর্থনৈতিক সচ্ছলতা আনবে ট্রিবিউন ট্রেনিং একাডেমী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২০ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
আজকাল ডেস্ক -
বাংলাদেশি অনেক মানুষ উন্নত জীবনযাপন, দারিদ্র্য থেকে বাঁচতে, আর্থিক অবস্থার উন্নয়নের জন্য বা অনিচ্ছাকৃত বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে বিদেশে চলে এসেছেন। প্রথম প্রজন্মের অভিবাসী বা এভাবে বিদেশে আগত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা মোট প্রায় ১৩ মিলিয়ন বা এক কোটি ৩০ লাখ। আন্তর্জাতিক অভিবাসী বা প্রবাসীর তালিকায় সেরা ২০ টি দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ইউএস সেন্সাস ব্যুরোর ২০১৮ সালের আমেরিকান কমিউনিটি জরিপ অনুসারে, ২ লক্ষ ১৩ হাজার ৩৭২ জন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
ট্রিবিউন ট্রেনিং একাডেমী নিউ ইয়র্কে বসবাসরত বাঙালীদের জন্য কাজ করে যাচ্ছে। ২০১৭ সালে থেকে কাজ শুরু করে প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করিয়েছে। যাদের অধিকাংশই বাঙালী। বর্তমানে ১০০ জনের উপরে শিক্ষার্থী আছে। প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ নোমান পড়াশোনা করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। তিনি জানান, ‘ট্রিবিউন ট্রেনিং একাডেমীতে আমরা প্রাথমিকভাবে নিম্ন আয়ের এবং নতুন অভিবাসীদের জীবনে আলো আনার চেষ্টা করছি।’
ট্রিবিউন ট্রেনিং একাডেমী মূলত সিকিউরিটি গার্ড, কন্সট্রাকশন, ন্যাশনাল সেফটি এবং এফডিএনওয়াই কোর্স করান। কোর্সগুলোর মধ্যে ১০ ঘন্টার কনস্ট্রাকশন সেফটি, ৩০ ঘন্টার ওসা কনস্ট্রাকশন, ৪০ ঘন্টার ওসা কনস্ট্রাকশন সাইড সেফটি, ৬২ ঘন্টার কনস্ট্রাকশন সুপারভাইজার, কনস্ট্রাকশন ওয়ার্কজোন ফ্লাগার, লিফ্ট ট্রাক অপারেটর, অন্যতম। এছাড়াও ৬ ঘন্টার ডিফেন্সিভ ড্রাইভিং, ফেয়ার গার্ড কোর্স গুরুত্বপূর্ণ। স্বল্প মেয়াদী কোর্স গুলো আপাত অর্থনৈতিক মুক্তির সাথে উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করছে।
প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ নোমান আরও জানান, একশোর বেশি শিক্ষার্থী বর্তমানে আছেন, যাদের বেশিরভাগ নিম্ন আয়ের, নতুন অভিবাসী অথবা অবহেলিত এবং উপেক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে আসা. এবং যারা এখান থেকে কোর্স সম্পন্ন করেছেন তাদের প্রত্যেকেই আর্থিকভাবে সফলতার মুখ দেখেছেন। এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা থাকবে বলে নিশ্চিত করছি।’