মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশিদের জন্য পোস্টাল সার্ভিসে চাকরির সুযোগ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৩ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট -

পোস্টাল সার্ভিসে চাকরির সুযোগ-সুবিধার কথা জানিয়ে এই চাকরি লাভে সহায়তা দানের কথা জানিয়েছে কন্সালটেন্সি প্রতিষ্ঠান জব জব। প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ আলী জানান, আমেরিকায় বাঙালিদের সরকারী চাকরীর ক্ষেত্রে প্রথম পছন্দ পোস্টাল সার্ভিস। ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস অনলাইনে অনেকগুলো পদের জন্য নিয়োগ বিজ্ঞাপন দিয়েছে। ফুল টাইম, পার্ট টাইম বা সিজনাল পজিশনে উপযুক্ত ব্যাক্তি আবেদন করতে পারেন অনলাইনেই। ড্রাইভারস এন্ড মেকানিক  ডিপার্টমেন্টে, সেলস এন্ড সার্ভিস ডিপার্টমেন্ট, ডেলিভারী ডিপার্টমেন্ট, সর্টিং এন্ড হ্যান্ডলিং ডিপার্টমেন্টে বেশ কিছু পজিশনে লোক নিয়োগ হবে। বেতন ঘন্টায় ১৯.৩৩ ডলার হতে ৬৭,০০০ ডলার ইয়ারলি।
মোহাম্মদ আলী  জানান, যাদের গ্রীন কার্ড আছে এবং পাঁচ বছর আমেরিকায় বসবাস করছেন তারা ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিসে আবেদন করতে পারেন। উল্লেখ্য যে জ্যামাইকা হিলসাইডে জব জব প্রতিষ্ঠানটি বাঙালিদের সরকারী চাকরীর বিষয়ে কন্সালটেন্সি দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ আলী আরো জানান, "পোস্টাল ডিপার্টমেন্টে বাঙালিদের জন্য কাজের ভালো সুযোগ আছে। যারা দীর্ঘ মেয়াদে স্থায়ী কাজ করতে চান তাদের জন্য এটা ভালো সুযোগ।