সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টরন্টোতে গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা সম্মেলন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৫ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার


আজকাল ডেস্ক-
কানাডার টরন্টোতে চেয়ারম্যান গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স অব নর্থ আমেরিকা-ফোবানার সম্মেলন  সম্পন্ন হয়েছে।

তিনদিনব্যাপী ৩৭তম ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টরন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমান এবং গেস্ট অব অনার হিসেবে বক্ততা করেন গিয়াস আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কমিউনিটি লিডার আসেফ বারী টুটুল, হাসানুজ্জামান হাসান এবং মনিরুল ইসলাম।
১ সেপ্টেম্বর শুক্রবার টরন্টো’র ড্যান ভ্যালি হোটেলে তিন দিনের ফোবানা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ফোবানা ষ্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আবু যুবাযের দারা,তৈফিক এজাজ,ডাঃ মাসুদ রহমান, সৈয়দ এনায়েত আলী, দেওয়ান আজিম জুয়েল,কাজী ওয়াহিদ এলিন, কাজী তোফায়েল ইসলাম,আয়োজক কমিটির চেয়ারম্যান সৈয়দ শামসুল আলম,কনভেনর রাসেল রহমান ও মেম্বার সেক্রেটারি খোকন রহমান, এমডি হাসান প্রমূখ।
তিন দিনব্যাপী আয়োজনে ছিল দেশের বিভিন্ন বিষয়ের উপর কয়েকটি সেমিনার, তরুণদের নিয়ে বিশেষ আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা।  শনি ও রোববার  খোলা জায়গায় স্থানীয় একঠি সংগঠনের সঙ্গে মিলিতভাবে আয়োজিত মেলায়  সঙ্গীত পরিবেশন করেন  বেবি নাজনীন, মমতাজ বেগম, সেলিম চৌধুরী,  মিম, ত্রিনিয়া হাসান প্রমুখ।
ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ সমাপনী বক্তৃতায় বলেন,প্রতিটি কনসার্টে শত শত মানুষের অংশগ্রহণ ফোবানাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। তিনি বলেন, আপনাদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে আমরা ফোবানাকে জনগণের কাতারে নিয়ে এসেছি।
উল্লেখ্য, এবারের ফোবানায় নিউইয়র্কের চারজন ব্যবসায়ীকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন,  আসিফ বারী টুটুল, হাসানুজ্জামান হাসান, নূরুল আজিম এবং মুহাম্মদ মনিরুল ইসলাম।