বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তানে মার্কিন নারীসহ ১৮ এনজিও কর্মী আটক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রোববার

আফগানিস্তানের তালিবান নেতারা বলেছেন, আটক ওই সব এনজিও কর্মী সাহায্য প্রদানের আড়ালে খ্রিষ্টান মিশনারি বা ধর্ম প্রচারের কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এনজিওটির নাম দ্য ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স মিশন (আইএএম)। বেসরকারি এই সংস্থা জানায়, ঘোর প্রদেশে তাদের দপ্তর থেকে কর্মীদের তুলে রাজধানী কাবুলে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, রেডিও ফ্রি ইউরোপ

ঘোর প্রদেশে সরকারের মুখপাত্র ওয়াহিদ হামাস ঘোরি এএফপিকে বলেন, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বেশ কিছুদিন ধরেই এই সংস্থার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে আসছিল। তারা লোকজনকে খ্রিষ্টধর্ম গ্রহণে উৎসাহিত করছিল, এমন অডিও ও তথ্য প্রমাণ  তাদের কাছে আছে।

 এর আগে আইএএম এক বিবৃতিতে জানায়, একজন বিদেশিসহ ১৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মার্কিন নারী ও দুই আফগান কর্মীকে ৩ সেপ্টেম্বর ও বাকি ১৫ জনকে গত বুধবার আটক করা হয়। তাদের বিরুদ্ধে কী অভিযোগ, তা জানা যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি আমাদের সংস্থা বা এর কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে এর পক্ষে প্রমাণ উপস্থাপন করা হয়, তাহলে সংস্থাটি নিরপেক্ষভাবে তা পর্যালোচনা করবে।’