বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩ রোববার

 লাটিন আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য। স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির অ্যামাজনাস রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। সূত্র: বিবিসি, রয়টার্স

অবশ্য বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। মানাউস অ্যারোট্যোক্সি নামক একটি এয়ারলাইন বিবৃতি জারি করে বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। বিবিসি জানায়, খারাপ আবহাওয়ায় পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অ্যামাজনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা বলেছেন, ’আমাদের বিভিন্ন দল প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য শুরু থেকেই কাজ করছে। নিহতদের পরিবার এবং বন্ধুদের জন্য আমার সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’

অবশ্য ব্রাজিলের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। রয়টার্স অবশ্য এ তথ্য নিশ্চিত করতে পারেনি।