বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্র-ইরানের বন্দী বিনিময়

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার


 এবার ইরানের দুই বন্দিকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র। তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। এই চুক্তির আওতায় মোট পাঁচ কারাবন্দি ইরানিকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র।

দোহা থেকেই এই ইরানি নাগরিক নিজের দেশের পথ ধরবেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি তিন ইরানিকেও ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন স্বাধীন।
অন্যদিকে পাঁচ মার্কিন কারাবন্দীকেও মুক্তি দিয়েছে ইরান। তারাও এরইমধ্যে তেহরান ছেড়েছেন।

এছাড়াও চুক্তির আওতায় ইরানের ছয় জব্দ করা ছয় বিলিয়ন মার্কিন ডলারও ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারের ব্যাংকে সুইফট সিস্টেমের মাধ্যমে এই অর্থ জমা হয়েছে। সেখান থেকেই পরবর্তীতে এই অর্থ ইরানকে দিয়ে দেওয়া হবে।