ক্যাপিটল হিল থেকে ন্যান্সিকে‘উচ্ছেদ’ স্পিকার ম্যাকার্থি অপসারিত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৬ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট-
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে। মার্কিন আইনসভা কংগ্রেসে ভোটাভুটিতে অপসারিত হয়েছেন প্রতিনিধি পরিষদ বা হাউজের স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনিই প্রথম যাকে হাউজ স্পিকার পদ থেকে অপসারণ করা হলো। স্পিকারের পদ শূন্য হওয়ার পর হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট্রিক ম্যাক হেনরিকে অস্থায়ী স্পিকার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব ২১৬-২১০ ভোটে পাস হয়। নিজ দলের আটজন রিপাবলিকান সদস্য তাকে অপসারণের পক্ষে ভোট দেন। তারা সবাই ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।
এর আগে, মঙ্গলবার দুপুরে ম্যাকার্থিকে সরাতে রিপাবলিকান ম্যাট গ্যায়েটজের প্রস্তাব আটকাতে ব্যর্থ হয় হাউস। যেখানে ১১ জন রিপাবলিকান প্রস্তাবনা আটকানোর বিপক্ষে ভোট দেন। এতে ম্যাকার্থি স্পিকার থাকবেন কি-না সেই ভোটাভুটি অবধারিত হয়ে পড়ে।
সরকার সচল রাখতে ফেডারেল শাট ডাউন ঠেকাতে শেষ মুহূর্তে ৪৫ দিনের স্বল্পমেয়াদি তহবিল বা স্টপগ্যাপ বিল পাস হয় কংগ্রেসে। এজন্য ডেমোক্র্যাটদের ওপর নির্ভর করতে হয় রিপাবলিকান স্পিকার ম্যাকার্থিকে। সেখানে যে কোনো বিপর্যয় মোকাবিলায় অর্থ বরাদ্দ রাখা হলেও বাদ দেয়া হয় ইউক্রেনে সহায়তা ছাড়ের বিষয়টি। হাউজ ও সিনেটে পাস হয় বিলটি, তাতে সই করে শাটডাউন থেকে দেশকে রক্ষা করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
রক্ষণশীলরা বরাবরই হুমকি দিয়ে আসছিলেন, শাটডাউন এড়াতে নিজ চেম্বারে ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়লে ম্যাকার্থিকে ক্ষমতাচ্যুত করা হবে। এরই ধারাবাহিকতায় রিপাবলিকান ম্যাট গ্যায়েটজ সোমবার গভীর রাতে অধিবেশনের শেষ সময়ে স্পিকারকে পদ থেকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্পিকার প্যাট্রিক ম্যাক হেনরি ডেমোক্র্যাট দলীয় সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ও তাঁর দীর্ঘ দিনের ডেপুটি স্টেনি হোয়ারকে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের অফিস ছাড়ার নির্দেশ দিয়েছেন।
তাদের দু’জনকে জানিয়ে দেয়া হয়েছে যে বুধবারই তাদের ব্যবহার করা অফিসের দরজায় নতুন তালা লাগিয়ে দেয়া হবে। মঙ্গলবার হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের পর অন্তর্বর্তী স্পিকার হিসেবে ম্যাক হেনরি মনোনীত হবার পর এই উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়।
ওয়াশিংটনের বাইরে থাকা ন্যান্সি পেলোসি এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘এটি পরিষ্কারভাবে ঐতিহ্য থেকে সরে আসা’। তার অফিস এখন ম্যাকার্থিতে দেয়া হবে বলে জানিয়েছেন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান গ্যারেট গ্রেভস। তাঁর মতে, এই অফিস পূর্ববর্তী বা সদ্যবিদায়ী স্পিকারের পাওয়ার কথা। ন্যান্সি পেলোসি মঙ্গলবার সিদ্ধান্তটির সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে নজর না দিয়ে অন্তর্বর্তী স্পিকারের প্রথম সিদ্ধান্ত হলো ক্যাপিটল হিল থেকে আমার অফিস অবিলম্বে খালি করার নির্দেশ।’ তিনি আরো বলেন, ‘এটা দুঃখজনক কারণ আমি বন্ধু ডিয়ারে ফেইনস্টেইন মৃত্যুতে শোক জানাতে ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম এবং অফিস থেকে আমার জিনিসপত্র সরিয়ে আনতে অপারগ’।
ফেইনস্টেইন প্রায় তিন দশক ক্যালিফোর্নিয়ার সিনেটর ছিলেন। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সাধারণত ক্যাপিটল হিলে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে নেই এমন কোনো সদস্যের অফিস থাকে না। কিন্তু পেলোসি ও হোয়ারের অফিস ছিল সাবেক স্পিকার ও সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে।
ঐতিহ্যের কথা উল্লেখ করে ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি যখন স্পিকার ছিলেন তখন তাঁর পূর্ববর্তী রিপাবলিকান দলীয় স্পিকারকে অফিস বরাদ্দ দিয়েছিলেন।