বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জ্যাকসন হাইটসে জমজমাট পথমেলা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৮ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

গোল্ডেন এজ হোম কেয়ারের আয়োজন

       
       
       
আজকাল রিপোর্ট -
নিউইয়র্কের শীর্ষস্থানীয় হোম কেয়ার প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে গত শনিবার জাকজমক পরিবেশে অনুষ্ঠিত হলো পথমেলা। কার্যত এটি ছিল কমিউনিটিতে মওসুমের শেষ মেলা। সকালে বৃষ্টির ঘনঘটার থাকলেও দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হতে থাকে। বৃষ্টির সম্ভাবনা নিয়ে আদৌ মেলা করা যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল আয়োজকদের। কিন্তু দুপুরের পর থেকেই সুন্দর একটি পরিবেশের আবহ তৈরি হয়। জ্যাকসন হাইটস ৭৬ স্ট্রিটে আয়োজিত মেলাটি উদ্বোধন করেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও, নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ। মেলা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজ। ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভূইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত, আশরাফ লিটন, এ বি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ।
বিভিন্ন পর্যায়ে মেলায় বক্তব্য রাখেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেনর হাসানুজ্জামান হাসান, জালালাবাদ এসোসিয়েশনের মইনুল ইসলাম, সোসাইটির মিয়া মোহাম্মদ দুলাল, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, মূলধারারা রাজনীতিক শাহ শহিদুল্লাহ, মিনা বাজারের কর্তধার মামুন ব্যাপারি, কমিউনিটি একটিভিস্ট ইঞ্জিনিয়ার আব্দুল খালেক,ফোবানার নিশান রহিম, লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রকি এলিয়েন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, ব্রুকলিন বিজনেস এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারি, মঈনুজ্জামান চৌধুরী, নিউইয়র্ক বাংলাদেশ লায়ন্স ক্লাবের সেক্রেটারি জে এফ রাসেল, লায়ন আব্দুর রশীদ বাবু ও শাহ ফাউন্ডেশনের শাহ জে চৌধুরী।
মেলায় শাহনেওয়াজ বলেন, গোল্ডেন এজ হোম কেয়ারের নিজস্ব উদ্যোগে এটি প্রথম অনুষ্ঠান। আয়োজক গোল্ডেন এজ হলেও এটা ছিল কমিউনিটির মেলা। আগামীতে কমিউনিটিতে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি বিকাশে নানা ধরনের কর্মসূচি হাতে নেবো। মেলায় ফোবানার নব নির্বাচিত চেয়ারম্যান শাহনেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজমকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন মোস্তফা অনিক রাজ।
পথ মেলায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সেলিম চৌধুরী, রানো নেওয়াজ, বিন্দু কনা, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, নুরুজ্জামান লাল্টু ও মোস্তফা অনিক রাজ। বৃষ্টি ও দুর্যোগপূর্ন আবহাওয়ার আশংকার মধ্যেও বিপুল সংখ্যক মানুষ মেলায় সমাগত হওয়ায় শাহনেওয়াজ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।