দুই প্যানেলের মনোনয়ন দাখিল
সন্দ্বীপ সোসাইটির নির্বাচন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১৩ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন সন্দ্বীপ সোসাইটির আসন্ন নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ফিরোজ-আলমগীর প্যানেল ও ফয়সল-আমজাদ প্যানেল মনোনয়ন পত্র দাখিল করেছে। এ উপলক্ষে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসে উভয় প্যানেলই সমাবেশ করে। এতে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন কাজ করছে। মোস্তাক আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জাফর ইসলাম, মোহাম্মদ হেলাল, সানাউল্লাহ মাস্টার ও মোহম্মদ মহসিন। সংগঠনের মোট ভোটার সংখ্যা ৫৩৩৭। ঐতিহ্যবাহী এ সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চার বছর পর।
মনোনয়নপত্র জমা দেয়ার আগে ফিরোজ-আলমগীর পরিষদের কর্মকর্তারা ব্রুকলিনের রাঁধুনী রেষ্টুরেন্টে পরিচিতি সভার আয়োজন করে। এতে কয়েক শত সন্দ্বীপবাসী উপস্থিত ছিলেন। সভাপতি পদপ্রার্থী ফিরোজ আহমেদ সভায় বলেন, আমার রক্তের সাথে সমাজ ও কর্ম মিশে আছে। সোসাইটিসহ অতীত ও বর্তমানের বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ততার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। তিনি বলেন, আমরা এখানে নেতা হতে আসিনি। আপনারা যদি ম্যান্ডেট দেন তাহলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবা দিতে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলমগীর হোসেন বলেন, সন্দ্বীপ সোসাইটিকে আপনাদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নমিনেশন পেপার সাবমিট করছি। আপনাদের দোয়া ও সর্মথনে পুর্ণ প্যানেলে জয়ী হবো ইনশাল্লাহ।
এদিন সন্ধ্যায় ফয়সল-আমজাদ পরিষদ ব্রুকলিনস্থ নির্বাচনী কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতেও শতশত সন্দ্বীপবাসী উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেবার পর তারা চার্চ ম্যাকডোনাল্ড এলকায় মিছির বের করে। এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী এমলাক হোসেন ফয়সাল সাংবাদিকদের বলেন, আমাদের কেউ কারো প্রতিপক্ষ নই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কারও প্রতি অভিযোগ নেই। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।