কবি রাধাপদের পাশে প্রবাসীরা নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১৬ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
দেড় লাখ টাকা অর্থ সহায়তা
আজকাল রিপোর্ট -
কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে দুটি পৃথক সাংস্কৃতিক সমাবেশ করেছেন প্রবাসীরা। তারা দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লালন পরিষদ ইউএসএ’র উদ্যোগে রাধাপদ রায়ের চিকিৎসার জন্য দেড় লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রবাসীরা। বুধবার সমাবেশ থেকে তোলা অর্থ সঙ্গে সঙ্গেই বিশেষ ব্যবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঠিয়ে সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাধাপদ রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশে বাউলদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। এবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৮০ বছরের অশীতিপর চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দেশব্যাপী নিন্দার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রবাসী সংস্কৃতিকর্মীরাও সোচ্চার হয়েছেন। লালন পরিষদ ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় পৃথক দুটি সাংস্কৃতিক সমাবেশে অংশ নেন অংশ নেন কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গনের বিপুল সংখ্যক মানুষ। তারা বাদ্যযন্ত্র, ব্যানার ও প্লাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন এবং স্লোগানে স্লোগানে এ ঘটনার সুষ্ঠু বিচার চান। সাংস্কৃতিক সমাবেশে তারা বলেন, বাংলাদেশের নিপীড়িত নিরীহ, দরিদ্র সৃষ্টিশীল মানুষের ওপর হামলা বন্ধে বাংলাদেশের প্রশাসনকে আরও সচেষ্ট হতে হবে।
নিউইয়র্কের অভিবাসীরা শুধু প্রতিবাদই করেননি। চারণ কবি রাধাপদ রায়ের সুচিকিৎসায় আর্থিক ভাবে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন। এ সময় টেলিফোনে প্রবাসী সংস্কৃতিকর্মীদের পক্ষে রাধাপদ রায়ের সাথে কথা বলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও মুক্তিযোদ্ধা-শিল্পী তাজুল ইমাম। পরে বিশেষ ব্যবস্থায় সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাধাপদ রায়ের হাতে সমাবেশ থেকে তোলা দেড় লাখ টাকা হস্তান্তর করা হয়। এ বিষয়ে কুড়িগ্রামের সময় সংবাদের জেলা প্রতিনিধি বাদশা সৈকতসহ কয়েকজন সাংবাদিক সহযোগিতা করেন। তারা বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলায় গিয়ে কবির হাতে নিউইয়র্কের বাংলাদেশিদের পাঠানো অর্থ তুলে দেন। এ সময় কবি রাধাপদ রায়ের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভাব-অনটনে থাকা স্বভাব কবি রাধাপদ রায় দেড় লাখ টাকা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যুক্তরাষ্ট্র লালন পরিষদের আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে দুটি সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, লেখক বেলাল বেগ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, উদীচীর সভাপতি সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সরাফ সরকার, নবেন্দু বিকাশ দত্ত, ওবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ সাম্মু, ফকির ইলিয়াস, খুরশিদ আনোয়ার বাবলু, রেজাউল করিম চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, সারোয়ার রাফী, সুলতান বোখারী, খাইরুল ইসলাম পাখি, নূরুল আমিন বাবু, ইব্রাহিম চৌধুরী খোকন, মোশাররফ হোসেন, আহসানউদ্দিন হাসান, সুলতান আহমেদ, জাকির হোসেন বাচ্চু, পলাশ সাহা, নূরে আলম জিকু, আশরাফুল হাসান বুলবুল, আসলাম খান, মনিকা রায়, সালেহা ইসলাম, দীলিপ মোদক, অনিকা মোদক, আল্পনা গুহ, মনিজা রহমান, জাহেদ শরীফ, শাহাব উদ্দিন সাগর, দীনেশ চন্দ্র মজুমদার, সাদিয়া খন্দকার, সূতপা সান্যাল, মাহফুজা হাসান, জেবুন্নেছা জোৎ¯œা, বেনজীর সিকদার, নাসির শিকাদার, পিনাকী তালুকদার, হিরু চৌধুরী, স্বাধীন মজুমদার, ঝর্না চৌধুরী, জয়তুর্য্য চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী গোপাল সান্যাল ও স্বীকৃতি বড়–য়া।
প্রসঙ্গত, গত শনিবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোদ্দারের পাড় এলাকায় নিজ বাড়িতে রাধাপদ রায় হামলার শিকার হন। পাশের এলাকার দুই ভাই মো. রফিকুল ইসলাম ও কদুর আলীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে। কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামীকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে।