শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে আগেই তথ্য পেয়েছিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার

ইসরায়েলে হামাসের হামলার আগে বিষয়টি আঁচ করতে পেরেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। গত শনিবার ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর কয়েক সপ্তাহ আগেই ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাতের আশঙ্কার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে অন্তত দুই দফা সতর্ক বার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

হামলার আগে বেশ কিছু গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল, যার মধ্যে ইসরায়েলের দেওয়া কিছু তথ্যও ছিল। গত ২৮ সেপ্টেম্বর ওই গোয়েন্দা তথ্যে সতর্ক করা হয়েছিল যে, ইসরায়েলে রকেট হামলা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে হামাস।

এছাড়া গত ৫ ও ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও দেশটির আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছিল যে, হামাস অস্বাভাবিক তৎপরতা চালাচ্ছে। তাতে মনে হচ্ছিল, একটি হামলা আসন্ন।

গত শনিবার হামাসের হামলায় ইসরায়েলে বিদেশি নাগরিকসহ ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩ হাজারের বেশি। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ১ হাজার ৫৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত সাড়ে ছয় হাজারের বেশি। এই হামলা এখনো অব্যাহত আছে।