ইসরায়েলকে সমর্থনে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নেবে না মালয়েশিয়া
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
চলতি বছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নিচ্ছে না মালয়েশিয়া। মধ্যপ্রাচ্য সংকটে আয়োজকরা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ তুলে নাম প্রত্যাহার করেছে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়।
সাহিত্যবিষয়ক সংগঠন লিটপ্রম জানিয়েছে, এবারের মেলায় ফিলিস্তিনি লেখক আদানিয়া শিবলির ‘আ মাইনর ডিটেল’ উপন্যাসটিকে পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তু গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা কর্তৃপক্ষ। ঘোষণায় বলা হয়েছে, ফিলিস্তিনি লেখক আদানিয়া শিবলিকে জার্মান পুরস্কার লিবেরাতুরপ্রিস-এ সম্মানিত করা হচ্ছে না।
জানা গেছে, ১৯৪৯ সালে ইসরায়েলি সেনাদের সহিংসতার সত্য ঘটনাকে ঘিরে উপন্যাসটি রচিত। ফ্রাঙ্কফুর্টের এই আয়োজন বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক বইমেলা হিসেবে পরিচিত।
সোমবার মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের সহিংসতার সঙ্গে আপস করবে না মালয়েশিয়া। ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা ঘোষণা ও তাদের প্রতি পূর্ণ সমর্থনে মেলা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।
এদিকে আরব বিশ্বের কয়েকটি প্রকাশনাও এবারের মেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। আরব পাবলিশার্স অ্যাসোসিয়েশন, এমিরেটস পাবলিশার্স অ্যাসোসিয়েশন, শারজাহ বুক অথরিটি এবং পাবলিশারসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু প্রকাশনা সংস্থা সরে এসেছে।