নজিরবিহীন মানবিক সংকটে গাজা: হামাস
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
ইসরায়েলি বিমান হামলায় নজিরবিহীন মানবিক সংকটে অবরুদ্ধ গাজা উপত্যাকার লাখ লাখ ফিলিস্তিনি। সশস্ত্র গোষ্ঠী হামাসের মিডিয়া বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
হামাসের সালামা মারুফ বলেছেন, হতাহত, অবকাঠামো ধ্বংস এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে গাজায়। ইসরায়েলের আগের আগ্রাসনে এমন পরিস্থিতি দেখা যায়নি।
তিনি অভিযোগ করেছেন, মানবিক পরিস্থিতি অবনতি হওয়ায় ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া আরও কমে গেছে।
ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলের প্রচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন হামাসের এই সদস্য। ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনারও আহ্বান জানান তিনি।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মারগারেট হ্যারিস বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় গাজায় মানবিক করিডোর স্থাপন হয়নি। গাজার ৪৪টির বেশি হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ৮৪ হাজার অন্তঃসত্ত্বা নারীকে সহায়তা দেওয়া প্রয়োজন।
যে কোনও সময় উত্তর গাজায় অভিযান শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। জীবন বাঁচাতে দক্ষিণ দিকে ছুটছে লাখ লাখ ফিলিস্তিনি। জ্বালানি, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ থাকায় পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ৩০০ ইসরায়েলি প্রাণ হারান। জবাবে গাজায় ইসরায়েলের বোমা হামলায় এ পর্যন্ত ২ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।