শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশেষ সম্পাদকীয়

শুভ যাত্রাপথে ধরণীর আহ্বান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৮ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার


 
শাহ্ নেওয়াজ -
‘আজকাল’ আজ ১৬-তে পা রাখল। ‘আজকাল’ আজ ষোড়শবর্ষীয়। ষোড়শ বর্ষে পদার্পণের এই শুভ মুহূর্তে ‘আজকাল’ ব্যবস্থাপনার পক্ষ থেকে পত্রিকার সকল পাঠক-গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।    
কোন পত্রিকার জীবনে ১৫ বছর সময় অতিবাহিত করা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ। ১৫ বছর ধরে কোন বিরতি ছাড়াই টানা প্রকাশিত হয়ে আসছে সাপ্তাহিক ‘আজকাল’। এমনকি ভয়ঙ্কর করোনা মহামারির সময়ও পত্রিকা প্রকাশনায় কোন বিরতি ঘটেনি। শুধু কয়েকটি সংখ্যা ছাপা যায়নি, অনলাইনে প্রকাশ করতে হয়েছিল। প্রবল প্রতিকূলতার মধ্যেও পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা হয়েছে।
বিগত পনের বছরে আজকাল-এর চলার পথ অবশ্যই মসৃন ছিল না। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে পত্রিকাটিকে এগোতে হয়েছে। এই পনের বছর সময়টিও ছিল অনেক ঘটনাবহুল। একটি সংবাদপত্র হিসেবে আজকালকে এই সব ঘটনাবলী, এই সময়ের রাজনীতি, সমাজ-সামাজিকতাকে প্রতিফলিত করতে হয়েছে। আর এগুলিকে তুলে ধরতে আজকাল সব সময় পালন করেছে বস্তুনিষ্ঠ ভূমিকা। আজ আমরা আনন্দের সাথে বলতে পারি, এই ভূমিকার কারণেই ‘আজকাল’ হয়ে উঠেছে জনপ্রিয়, নন্দিত। বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতাই আজকাল-এর চলার পথের পাথেয়। ‘আজকাল’ সত্য প্রকাশে বিচলিত হয় না, সাদাকে সাদা বলে, কালোকে কালো।
পনের বছরে আজকাল-এর সম্পাদকমন্ডলীতে কয়েকবার রদবদল ঘটেছে। সম্পাদক, প্রধান সম্পাদক পদে পরিবর্তন ঘটেছে। তবে পত্রিকাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে এই ২০২৩ সালে। এ বছর পত্রিকাটির মালিকানার বদল হয়েছে। পূর্বের প্রকাশনা প্রতিষ্ঠান ডিজিটাল মিডিয়া গত মে মাসে বিক্রয়সূত্রে সাপ্তাহিকটির মালিকানা হস্তান্তর করে শাহ্ নেওয়াজ পাবলিকেশন্স-এর কাছে। নতুন মালিকানায় ‘আজকাল’ আরো সমৃদ্ধ আরো গতিশীল হয়ে নিয়মিত প্রকাশ পেয়ে চলেছে। পত্রিকার এই এগিয়ে চলার পথে আমাদের সকল শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীর শুভেচ্ছা ও ভালবাসা আমাদের একান্ত কাম্য।
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অনেক পত্রিকার ভীড়ে ‘আজকাল’-এর গৌরবময় অবস্থান সর্বজনস্বীকৃত। খবর প্রকাশে বস্তুনিষ্ঠতা, কয়েক পাতা জুড়ে ভিন্ন ভিন্ন স্বাদের কলাম, সাহিত্য, বিনোদন, ধর্ম, স্বাস্থ্য ও খেলাধুলা বিষয়ক পাতা, সব মিলিয়ে রকমারি বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ ‘আজকাল’ পাঠকদের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এক অভিজ্ঞ সাংবাদিক টিম এই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস দায়িত্ব পালন করেছেন। সততা, নিরপেক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হচ্ছে খবর এবং খবরের অন্তরালের বিষয়কে। নতুন করে এ কথা বলার কোন প্রয়োজন আছে বলে অমরা মনে করি না যে, ‘আজকাল’ কোন দলবিশেষের রাজনীতির অনুসারী নয় কিংবা কোন দলের মুখপাত্র হিসাবেও কাজ করে না। ‘আজকাল’ প্রতিফলিত করে সব দল সব মতকে। আমরা একটি সংবাদপত্র হিসাবে এ দাবি অবশ্যই করতে পারি যে, দল-মত নির্বিশেষে ‘আজকাল’ সবার পত্রিকা। মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী আজকাল-এর কলামগুলি উন্মুক্ত। কলামগুলিতে প্রতিফলিত হয় লেখকদের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতামত। সাহিত্য পাতা প্রকাশের ক্ষেত্রে ‘আজকাল’ অনুসরণ করে এক বিশেষ নীতি। তাহলো প্রবাসের লেখকদের উৎসাহিত করা। খ্যাতিমান ও বিশিষ্ট লেখকদের পাশাপাশি এই প্রবাসে এখন তুলনামূলকভাবে নবীন লেখকদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে ব্যাপকভাবে। এই লেখকদেরকেই তুলে ধরতে চায় ‘আজকাল’, তাদেরকে অনুপ্রাণিত করতে চায়। বলতে পারি, স্থানীয় লেখকদের রচনাতেই সমৃদ্ধ হয়ে প্রকাশ পাচ্ছে আজকাল-এর সাহিত্য পাতা।
পনের বছরে ‘আজকাল’ সাফল্যজনকভাবে তার অবস্থানকে তুলে এনেছে সর্বাধিক প্রচারিত পত্রিকাগুলির সারিতে। আজকাল-এর এগিয়ে চলার এই শুভ যাত্রা পথকে আমরা আলিঙ্গন করতে চাই আমাদের সকল ঔদার্য, সকল আন্তরিকতা দিয়ে। ধরণীর আহ্বানে সাড়া দিয়ে আমরা দুই বাহু বাড়িয়ে সবাইকে আবাহন জানাতে চাই একটি প্রগতিশীল, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক, উদার, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে।
আসুন আমরা সবাই হাতে হাত ধরে এগিয়ে যাই। এই লক্ষ্যে ‘আজকাল’ সর্বদাই সবার পাশে থাকবে, এটাই আমাদের প্রতিশ্রুতি।
লেখক: সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক আজকাল।