হামাসের জাতীয় নিরাপত্তা কমান্ডার ‘নিহত’
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১১ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
আজকাল ডেস্ক -
গাজায় হামাসের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার জেহাদ মেইসেন বিমান হামলায় নিহত হয়েছেন বলে তথ্য প্রকাশিত হয়েছে। প্যালেস্টেনিয়ান সূত্রের বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, গাজা শহরের শেখ রাদওয়ান এলাকার পাশেই মেইসেনের বাড়িতে বিমান হামলা চলে। এতে মেইসেনসহ তার পরিবারের সদস্যরা নিহত হন। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এখনও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
অন্যদিকে হামাস রেডিওর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানায়, প্যালেস্টেনিয়ান আইন পরিষদের সদস্য এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রথম নারী সদস্য জামিলা আবদুল্লাহ তাহা আল-শান্তি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলায় নিহত হয়েছেন।
৬৮ বছর বয়সী শান্তি হামাসের নারী আন্দোলনের একজন প্রতিষ্ঠাতা। তিনি হামাসের অন্যতম প্রতিষ্ঠাকালীন নেতা আবদেল আজিজ আল-রান্টিসির স্ত্রী। ইসরায়েলি বিমান বাহিনী ২০০৪ সালের এপ্রিলে হেলফায়ার মিসাইলের আঘাতে আবদেল আজিজকে হত্যা করে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি সিনাবাহিনী। তখন থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী হামাস নেতাদের নির্মূলের টার্গেট নিয়েছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য এবং শুরা কাউন্সিলের প্রধান ওসামা আল-মাজিনি সোমবার এবং একই দিন বিকেলে খান ইউনিসের জেনারেল ইন্টেলিজেন্সের প্রধান ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর হামলায় প্রাণ হারান। এছাড়া রোববার সন্ধ্যার একটি হামলায় গাজার দক্ষিণাঞ্চলে হামাসের জাতীয় নিরাপত্তা কমান্ডারও নিহত হন।
ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় গাজা ব্রিগেডের প্রধান প্রাণ হারিয়েছেন। হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহের পরিবারের ১৪ সদস্য, তাঁর ভাই ও ভাতিজাও নিহত হন।