হিন্দু সুরক্ষা আইনের দাবিতে জ্যাকসন হাইটসে সমাবেশ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:২৭ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই লক্ষ্যে আইন প্রনয়ণের দাবিতে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গত ১৫ অক্টোবর সন্ধ্যায় দুটি সংগঠন শান্তি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সমাজ নানাভাবে শোষিত, বঞ্চিত ও প্রতারিত হয়ে আসছে। তারা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে যাবে।
বাংলাদেশের যুক্তরাষ্ট্র প্রবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ইউনিটি অব হিন্দুস্’ এবং সিভিল সোসাইটি এই সমাবেশের আয়োজন করে।
মূলধারার রাজনীতিক দীলিপ কে. নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দ্বীজেন ভট্টাচার্য্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নিউইয়র্কের হিন্দু কমিউনিটির নেতা শিতাংসু গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু বিকাশ দত্ত ও সাধারণ সম্পাদক সুশীল সাহা, নিখিল কুমার রায়, সুশীল সিনহা, হিন্দুস ইউনিটির সভাপতি ভজন সরকার প্রমুখ।
সমাবেশে অধ্যাপক দ্বীজেন ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রণয়ন, আনুপাতিক হারে সংখ্যালঘুদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন নির্ধারণ, সংখ্যালঘু সেল গঠন এমন কিছু আইনের মধ্য দিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
সভায় অন্যান্য বক্তারা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন প্রভৃতির দাবি জানান।