শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে শ্রীকান্ত-শুভমিতার গানে মুগ্ধ দর্শক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৩ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট
দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিতা বন্দোপাধ্যায়ের যুগলবন্দী সঙ্গীতানুষ্ঠান হয়েছে নিউইয়র্কে। আইবি টিভি ইউএসএর আয়োজনে ও আশা হোম কেয়ারের সহযোগিতায় ১৩ অক্টোবর কুইন্স থিয়েটারে মুগ্ধকর ছড়িয়েছেন দুই শিল্পী। অনুষ্ঠানে আইবি টিভি ইউএসএ’র সিইও জাকারিয়া মাসুদ জিকো, চেয়ারম্যান মিলা হোসেন, আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, নাট্যশিল্পী গোলাম সারোয়ার হারুন ও গার্গী মুখার্জি বক্তব্য রাখেন।
গানের জন্য এমন হলভর্তি দর্শক দেখে শ্রীকান্ত অভিভূত ছিলেন। নিউইয়র্কের ৫০০ দর্শক-শ্রোতার উপস্থিতিতে গুণী শিল্পীদ্বয় অনেকগুলো গান গেয়েছেন। সঙ্গীত পরিবেশনের পাশাপাশি কথা বলেছেন এবং জানিয়েছেন নিজেদের আবেগ, অভিজ্ঞতার কথা। জানিয়েছেন বাংলাদেশে বহুবার অনুষ্ঠান করেছেন চিটাগাং ক্লাব আর ঢাকা ক্লাবসহ বহু স্থানে। শুভমিতা বলেন, ‘বাংলাদেশে অনুষ্ঠানে গান গাইতে শুরু করলে কখন দুই-তিন ঘণ্টা পার হয়ে যায় টেরই পাইনা।’ শ্রীকান্ত বলেন, ‘বাংলাদেশের দর্শকদের আবেগটা আমাকে খুব বেশি স্পর্শ করে।’
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত দিয়ে শ্রীকান্ত ও শুভমিতার যুগলবন্দী শুরু হয়। এরপর তারা কখনও একক, কখনও মিলেমিশে গান গান করেন। সঙ্গে শ্রীকান্ত ও শুভমিতার কথোপকথনও উপভোগ করেন দর্শক-শ্রোতা।