বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চাঁদে উল্কাবৃষ্টিতে বিপদে ইসরোর বিক্রম-প্রজ্ঞান!

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২২ পিএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার

ভারতের চন্দ্রযান-৩ মিশনের রোভার প্রজ্ঞানের জেগে ওঠার আশা কতটুকু আছে, তা নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রাভিযান-৩ বর্তমানে চাঁদে ঘুমন্ত অবস্থায় রয়েছে। এখন চাঁদে বিক্রম ও রোভার প্রজ্ঞানের জন্য সবচেয়ে বড় হুমকি হলো সূক্ষ্ম উল্কাপিণ্ড, যা চন্দ্রপৃষ্ঠে বোমার মতো পড়ছে। 

শুক্রবার (২০ অক্টোবর) ভাতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) প্রধান এস সোমনাথের বরাত দিয়ে খবরে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ইসরো প্রধান এস সোমনাথ বলেন, চাঁদে উল্কাবৃষ্টির বিষয়ে আমরা অবগত, কারণ আগেও অন্যান্য মিশনো একই ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যার মধ্যে রয়েছে অ্যাপোলো মহাকাশযান, যা চাঁদের পৃষ্ঠে রয়ে গেছে।

মণিপাল সেন্টার ফর ন্যাচারাল সায়েন্সেসের অধ্যাপক ও পরিচালক ড. পি শ্রীকুমার জনিয়েছেন, যেহেতু চাঁদে বায়ুমণ্ডল বা অক্সিজেন নেই, তাই মহাকাশযানের ক্ষয়ের কোনো ঝুঁকি নেই। 

তিনি বলেন, যেহেতু চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই সূর্য থেকে আসা বিকিরণ বোমাবৃষ্টির সৃষ্টি করছে। এর ফলে চন্দ্রযান-৩ এর কিছুটা ক্ষতি হতে পারে। পরে কী হবে তা কারোর জানা নেই।

শুধু তাই নয়, চাঁদের ধূলিকণাও পৌঁছে যাবে বিক্রম ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞানের পৃষ্ঠে। পৃথিবীর ধূলার বিপরীতে, চাঁদে বাতাসের অনুপস্থিতির কারণে চন্দ্রের ধূলিকণা রোভার এবং ল্যান্ডারের সঙ্গে লেগে থাকতে পারে। চন্দ্রযান-৩-এ ধূলিকণা কীভাবে স্থান দখল করতে পারে তা জানার জন্যে অ্যাপোলো মিশন থেকে ডেটা নেওয়া হয়েছে। 

যাই হোক, ইসরোর বিজ্ঞানীরা এখনো পর্যন্ত চন্দ্রযান-৩-এর কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্ট, কারণ চন্দ্রযান-৩ চাঁদে যা করার জন্য ডিজাইন করা হয়েছিল তা করেছে এবং স্লিপ মোডে যাওয়ার আগে সফলভাবে ১৪ দিনের দীর্ঘ মিশন সম্পন্ন করেছে।

ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান-৩-এর রোভার ‘প্রজ্ঞান’ চাঁদের পৃষ্ঠে সুপ্ত অবস্থায় পড়ে আছে, তবে এটি আবার সক্রিয় হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ আগস্ট চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ করে এবং রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডার অনেক পরীক্ষা-নিরীক্ষা চালায়। এই মুহূর্তে, রোভার প্রজ্ঞান ও বিক্রম ল্যান্ডার স্লিপ মুডে রয়েছে। 

ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, মিশন শেষ না হওয়া পর্যন্ত চন্দ্রযান-৩ আর পৃথিবীতে ফিরবে না এবং সবসময় চাঁদের পৃষ্ঠে থাকবে।