গাজায় যুদ্ধ বিরতির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার দেড় শতাধিক
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০০ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রোববার
ইসরায়েলকে আরো ১৪.৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্রদানে প্রেসিডেন্ট জো বাইডেনের কংগ্রেসের প্রতি আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছেন হাজার হাজার আমেরিকান। এছাড়া অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতির দাবিতে নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ করেছেন তারা।
বিক্ষোভকারীরা ইউএস সিনেটের লিডার সিনেটর (নিউইয়র্ক) চাক শুমার এবং জিলি ব্র্যান্ডের অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট করেন। সে সময় সিটি কাউন্সিল ওম্যান শাহানা হানিফ, কাউন্সিল ওম্যান টিফানি ক্যাবান, স্টেট অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানীসহ দেড় শতাধিক বিক্ষোভকারিকে পুলিশ গ্রেফতার করে। এই বিক্ষোভে ইসরায়েলিরাও ছিলেন গাজায় মানবিক সংকটের নিন্দা ও প্রতিবাদ জানাতে।
উল্লেখ্য, ইসরায়েলকে সামরিক সহায়তা ছাড়াও নানা ধরনের মানবিক সহায়তার ক্ষেত্র প্রসার করা হলেও ফিলিস্তিনীদের ব্যাপারে রহস্যজনক নিরবতা পালন করছে হোয়াইট হাউজ। এই বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ কংগ্রেসনাল রিসার্স সার্ভিসের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন যে, আমেরিকানদের ট্যাক্সের অর্থ দুর্দশাগস্ত আমেরিকানদের মধ্যে বিতরণের পরিবর্তে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের নিধনে ইসরায়েলকে প্রদান করা হচ্ছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে হাজারো নারী-শিশুসহ হাসপাতালে চিকিৎসাধীনরাও ভিকটিম হয়েছে। ২০ লাখ মানুষ ইসরায়েলি হামলার মুখে রয়েছে। এভাবেই গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল। এই বিক্ষোভ থেকে হামাস বাহিনীর নৃশংসতারও নিন্দা করা হয়েছে।
নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানী জানান, সর্বশেষ জরিপ অনুযায়ী ৬৬% আমেরিকানই চাচ্ছে অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতি। তার পরিবর্তে বাইডেন প্রশাসন ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে গাজায় অভিযান চালানোর জন্যে। এটা সহ্য করা যায় না।
এই বিক্ষোভের আয়োজন করে নিউইয়র্ক সিটি ডেমক্র্যাটিক সোস্যালিস্টস অব আমেরিকা, আদাল্লাহ জাস্টিস প্রজেক্ট, মুসলিম আমেরিকান সোসাইটি, মুসলিম ডেমক্র্যাটিক ক্লাব, বাংলাদেশি আমেরিকান ফর পলিটিক্যাল প্রোগ্রাম (বাপ), দেশীজ রাইজিং আপ অ্যান্ড মুভিং, জুইশ ভয়েস ফর পীস, ইয়াল্লা ব্রুকলীন, ইকনাসহ দেড় ডজনের অধিক সংগঠন।