বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অ্যাপসভিত্তিক গাড়ির প্লেট পেতে আর বাধা নেই

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২৮ এএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার

আবারও লাইসেন্স দিচ্ছে টিএলসি

 
আজকাল রিপোট -
উবার লিফটসহ অ্যাপসভিত্তিক রাইড শেয়ারের নতুন গাড়ির লাইসেন্স প্লেট পেতে আর বাধা নেই। নিউইয়র্ক সিটি ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন (টিএলসি) এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২০২০ সালে টিএলসি অ্যাপসভিত্তিক নতুন গাড়ির প্লেট ইস্যু বন্ধ করে দেয়। সিটিতে অত্যধিক ট্রাফিকের কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছিল।
নিউইয়র্কে উবার ও লিফট গাড়িতে পুরো ম্যানহাটান ছিল সয়লাব। এতে ড্রাইভারদের আয়ও কমে এসেছিল। বর্তমানে অ্যাপসভিত্তিক গাড়ির চাহিদা বেড়ে যাওয়ায় টিএলসি গত সপ্তাহ থেকে নতুন করে প্লেট ইস্যু শুরু করেছে। এখন উবার ও লিফট ড্রাইভাররা প্রতিদিন মোটর ভেহেইকেল অফিসগুলোতে ভিড় করছেন। জানতে চাচ্ছেন কিভাবে দ্রুত গাড়ির প্লেট পাওয়া যাবে। গত তিনটি বছর অসংখ্য ড্রাইভার নিজেদের গাড়ি না থাকায় ভাড়ায় উবার ও লিফট গাড়ি চালাতেন। এতে সপ্তাহে তাদের ৪শত থেকে ৫শত ডলার লিজ মানি দিতে হতো। অথচ নিজে গাড়ি কিনে টিএলসি’র প্লেট লাগালে গাড়ি ও ইনস্যুরেন্স খরচসহ সপ্তাহে সর্বোচ্চ ব্যয় হবে ২৫০ ডলার। দীর্ঘদিন ধরে সিটিতে হাজার হাজার ড্রাইভার নতুন প্লেট ইস্যুর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন।
লাইসেন্স প্লেট পেতে আগ্রহী ড্রাইভারের বয়স সর্বনি¤œ ১৯ বছর হতে হবে। টিএলসি লাইসেন্স থাকলেই নতুন লাইসেন্স প্লেটের জন্য আবেদন করা যাবে। রাইড শেয়ারের নতুন গাড়ির লাইসেন্স পেতে প্লেট আবেদনকারীর থাকতে হবে সোশাল সিকিউরিটি নাম্বার ও ওয়ার্ক পারমিট। স্ট্যাটাস কোন ইস্যু হিসেবে বিবেচিত হবে না। যুক্তরাষ্ট্রে এসাইলাম প্রার্থীরা সহজেই এই ধরনের প্লেট নিয়ে উবার কিংবা লিফট গাড়ি চালাতে পারেন। এতে আয় অনেক বেশি। একজন উবার, লিফট কিংবা রাইড শেয়ার ড্রাইভার প্রতি সপ্তাহে অনায়াসে ১২শ ডলার থেকে ২ হাজার ডলার রোজগার করে থাকেন। নতুন ইমিগ্রান্টরা সবসময়ই ড্রাইভিং পেশাকে গুরুত্বের সাথে নিয়ে থাকেন।  
নিউইয়র্কের সুপরিচিত প্রতিষ্ঠান এনওয়াই ইন্স্যুরেন্স এ ব্যাপারে আগ্রহীদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। এনওয়াই ইন্স্যুরেন্সের কর্ণধার শাহ্ নেওয়াজ বলেন, আমাদের নিজস্ব ব্ল্যাক কার বেইজ রয়েছে। উবার, লিফটসহ রাইড শেয়ারের সকল কারের এফিলিয়েশন ও ইন্স্যুরেন্স আমরা করে থাকি। নতুন প্লেটের আবেদনপত্র পূরণসহ সকল সহায়তা দিতে এনওয়াই ইন্স্যুরেন্স প্রস্তুত। কারণ এনওয়াই ইন্স্যুরেন্সের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বলে জানান তিনি।