রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

আফগানদের ১০ কোটি টাকা পুরস্কারের খবর ভুয়া

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:০০ এএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বিশ্বকাপের চলতি আসরে তিন ম্যাচে অঘটন ঘটায় আফগানিস্তান। এশিয়ার এই উঠতি দলটি বিশ্বকাপের তিন চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়। 

যুদ্ধবিধ্বস্ত আফগানদের এমন নান্দনিক পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। রশিদ খান-মোহাম্মদ নবিদের দারুণ পারফরম্যান্সে খুশি হয়ে তাদের নাকি ১০ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন ভারতীয় শিল্পপতি রতন টাটা।

কিন্তু টাটা কোম্পানির চেয়ারম্যান জানিয়েছেন, খবরটি ভুয়া। তিনি কাউকে আর্থিক সাহায্য করেননি। সাহায্য করার প্রতিশ্রুতিও দেননি।

সোশ্যাল মিডিয়ায় টাটা লেখেন- ‘আমি কোনো ক্রিকেটারকে আর্থিক সাহায্যের বিষয়ে আইসিসি বা কোনো সংস্থাকে পরামর্শ দেইনি। ক্রিকেটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও লেখেন- ‘দয়া করে হোয়াটস্অ্যাপে ছড়িয়ে পড়া এ ধরনের খবর বা ভিডিওতে কেউ কান দেবেন না। আমার কিছু বলার থাকলে সেটা আমার ব্যক্তিগত মাধ্যমেই জানাব।’