বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

পোপের ঐতিহাসিক আহ্বান ফিলিস্তিনের স্বাধীনতা দাবি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৯ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার


 
আজকাল ডেস্ক
ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্র গঠনের জোর দাবি জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ইটালিয়ান এক সংবাদমাধ্যমকে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই সংকট নিরসনের জন্য স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের কোনো বিকল্প নেই।
জেরুজালেম নগরীকে বিশেষ মর্যাদা দেয়ার আহ্বান জানিয়ে পোপ বলেন, ‘দুই দেশের জনগণকে পাশাপাশি থাকতে হবে, এর জন্য ভালো সমাধান হলো ইসরায়েলি ও প্যালেস্টেনিয়ানদের জন্য দুটি আলাদা দেশ গঠন করা। ‘অসলো চুক্তি’ অনুযায়ী, ইসরায়েল ও প্যালেস্টাইনকে দুটি সার্বভৌম দেশ ও জেরুজালেমকে একটি বিশেষ শহরের মর্যাদা দেয়ার কথা বলা হয়েছে।’
ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় যে সহিংসতা শুরু হয়েছে, তা আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়া এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেছেন পোপ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতজাক রাবিন ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) লিডার ইয়াসির আরাফাত ১৯৯৩ সালে সীমিত পরিসরে প্যালেস্টাইনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য ‘অসলো চুক্তি’ করেন। এরপর ২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ বারাক ও ইয়াসির আরাফাত চুক্তিটি বাস্তবায়নের উদ্দেশ্যে ক্যাম্প ডেভিড সম্মেলনে অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তার কোন সুরাহা হয়নি।
ইসরায়েল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরটিকে ইসরায়েলের একক রাজধানী হিসেবে ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ ছাড়া বেশিরভাগ দেশই এর স্বীকৃতি দেয়নি। প্যালেস্টেনিয়ানরাও জেরুজালেমকে নিজেদের সার্বভৌম দেশের রাজধানী মনে করে। তবে জেরুজালেমকে প্যালেস্টাইনের একক রাজধানী হিসেবে বারবার প্রত্যাখান কওে এসেছে ইসরায়েল।
জেরুজালেমকে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের অনুসারীরা পবিত্র ভূমি হিসেবে বিশ্বাস করেন।