বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইলেকট্রিক গাড়ি কিনলেই টিএলসির নতুন প্লেট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার

    ড্রাইভারদের সহায়তা দিচ্ছে এনওয়াই ইন্স্যুরেন্স   

 
আজকাল রিপোর্ট -
ব্ল্যাক কার, লিমোজিন কার, গ্রীন ক্যাব ও উবার-লিফটসহ নতুন গাড়ির লাইসেন্স প্লেট পেতে আর বাধা নেই। ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন (টিএলসি) এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নিউইয়র্ক সিটি। তবে প্লেটের জন্য আবেদনকৃত গাড়িগুলো অবশ্যই ইভি (ইলেকট্রিক ভেইকেল) বা হুইল চেয়ার সুবিধা সংবলিত (এক্সেসেবল ভেইকেল) হতে হবে।
২০২০ সালে টিএলসি  ব্ল্যাক কার, লিমোজিন কার ও  উবার লিফটের জন্য নতুন গাড়ির প্লেট ইস্যু বন্ধ করে দেয়। সিটিতে অত্যধিক ট্রাফিকের কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছিল। বিশেষ করে উবার ও লিফট গাড়িতে পুরো ম্যানহাটান ছিল সয়লাব। এতে ড্রাইভারদের আয়ও কমে এসেছিল। বর্তমানে যাত্রীদের গাড়ির চাহিদা বেড়ে যাওয়ায় টিএলসি ১৯ অক্টোবর থেকে নতুন করে প্লেট ইস্যু শুরু করেছে। এতে ব্ল্যাক কার, লিমোজিন, গ্রীন ক্যাব, উবার ও লিফট ড্রাইভাররা প্রতিদিন মোটর ভেইকেল অফিসগুলোতে ভিড় করছেন। জানতে চাচ্ছেন, কিভাবে দ্রুত গাড়ির প্লেট পাওয়া যায়। গত তিনটি বছর বহু ড্রাইভার নিজেদের গাড়ি না থাকায় ভাড়ায় ব্ল্যাক কার, উবার ও লিফট গাড়ি চালাতেন। এতে সপ্তাহে তাদের ৪শ থেকে ৫শ ডলার লিজ মানি দিতে হতো। অথচ নিজে গাড়ি কিনে টিএলসি’র প্লেট লাগালে গাড়ি ও ইনস্যুরেন্স খরচসহ সপ্তাহে সর্বোচ্চ ব্যয় হবে ২৫০ ডলার। দীর্ঘদিন ধরে সিটিতে হাজার হাজার ড্রাইভার নতুন প্লেট ইস্যুর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন।
এই লাইসেন্স প্লেট পেতে আগ্রহী ড্রাইভারের বয়স সর্বনিম্ন ১৯ বছর হতে হবে। টিএলসি লাইসেন্স থাকলেই নতুন লাইসেন্স প্লেটের জন্য আবেদন করা যাবে। নতুন গাড়ির লাইসেন্স প্লেট আবেদনকারীর থাকতে হবে সোশ্যাল সিকিউরিটি নম্বর ও ওয়ার্ক পারমিট। স্ট্যাটাস কোন ইস্যু হিসেবে বিবেচিত হবে না। যুক্তরাষ্ট্রে এসাইলাম প্রার্থীরা সহজেই এই ধরনের প্লেট নিয়ে ব্ল্যাক কার, লিমোজিন, উবার কিংবা লিফট গাড়ি চালাতে পারেন। এতে আয় অনেক বেশি। একজন ড্রাইভার প্রতি সপ্তাহে অনায়াসে ১২শ ডলার থেকে ২ হাজার ডলার পর্যন্ত রোজগার করে থাকেন। নতুন ইমিগ্রান্টরা সব সময়ই ড্রাইভিং পেশাকে গুরুত্বের সাথে নিয়ে থাকেন।  
এনওয়াই ইন্স্যুরেন্স এ ব্যাপারে আগ্রহীদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। এনওয়াই ইন্সুরেন্সের কর্তধার শাহ্ নেওয়াজ এই প্রতিবেদককে বলেন, আমাদের নিজস্ব ব্ল্যাক কার বেজ রয়েছে। ব্ল্যাক কার, লিমোজিন, গ্রীন ক্যাবসহ সকল কারের এফিলিয়েশন ও ইন্স্যুরেন্স আমরা করে থাকি। নতুন প্লেটের আবেদনপত্র পূরণসহ সকল সহায়তা দিতে এনওয়াই ইন্স্যুরেন্স প্রস্তুত। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। ড্রাইভাররা এ ব্যাপারে এনওয়াই ইন্স্যুরেন্স (৭১-১৬, ৩৫ এভিনিউ, জ্যাকসন হাইটস) কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।