বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে অপরাধ রোধে মেয়রের উদ্যোগ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৬ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার

‘ডাস্ট এন্ড ডার্কনেস’ ক্যাম্পেইন শুরু হচ্ছে

 
আজকাল রিপোর্ট -

ডে লাইট সেভিংসের সময় সীমা শেষ হওয়ার সাথে সাথে নগরীর নিরাপত্তায় রোববার থেকে ‘ডাস্ট এন্ড ডার্কনেস’ ক্যাম্পেইন শুরু করছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। তিনি বলেছেন, শহরের ব্যস্ততম সময় বিশেষ করে কর্মদিবসের শেষে সড়ক দুর্ঘটনা ও  সন্ধ্যার পর নানা অপরাধের শিকার হয়ে অনেক নিরাপরাধ মানুষের প্রাণহানী ঘটে থাকে। আর এসব ঘটনা বৃদ্ধি পায় প্রতি বছর ‘ডে লাইট সেভিংস’ সময়সীমা শেষ হয়ে যাবার পর।
উল্লেখ্য, আগামী রোববার শেষ হচ্ছে ‘ডে লাইট সেভিংস’-এর সময় সীমা। এ দিন থেকে ঘড়ির কাঁটা পিছিয়ে যাবে এক ঘন্টা। অর্থাৎ সন্ধ্যা হবে এক ঘন্টা আগেই। গ্রীষ্মের তুলনায় এই সময়ে এক ঘন্টা আগেই নগরীতে আঁধার নামবে। অথচ তখনও থাকবে নগীরর কর্মব্যস্ততা। রাতের প্রহর বৃদ্ধির এই সুযোগ গ্রহণ করে র্দুবৃত্তরা। সন্ধ্যা নামতেই তারা তৎপর হয়ে ওঠে। রাস্তায় অপরাধের ঘটনা বেড়ে যায়। এই সময়েই বেপরোয়া ড্রাইভিংয়ে অনেক দুর্ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার ‘ডাস্ট অ্যান্ড ডার্কনেস’ ক্যাম্পেইন শুরুর কথা ঘোষণা করে মেয়র এরিক এডামস বলেছেন, অতীত রেকর্ড দেখেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এ কর্মসূচির আওতায় রোববার থেকে পুলিশ সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে রাস্তায় রাস্তায় টহল জোরদার করবে। স্থানীয় লোকালয়ে নেবারহুড ভলেন্টিয়াররা সতর্ক থাকবেন। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে রাস্তায় রাস্তায় শোভা পাবে সতর্কতামুলক বিভিন্ন ধরনের সাইন। ভিশন জিরো ট্রাফিক সেফটি কারিকুলামের আওতায় পুলিশও থাকবে তৎপর।
ডেপুটি মেয়র মিরা জোশী বলেছেন, ‘ডে লাইট সেভিংস শেষ’ হয়ে যাওয়া সময়টি পথচারী ও ড্রাইভারদের জন্য ভয়ংকর। নগরীতে আগেই সন্ধ্যা ঘনিয়ে আসায় জনসাধারণের নিরপত্তামূলক সচেতনতা সৃষ্টিই ‘ডাস্ট এন্ড ডার্কনেস’ ক্যাম্পেইনের উদ্দেশ্য।