মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিটি কাউন্সিলে প্রার্থী হচ্ছেন ফাতিমা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৭ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার


আজকাল রিপোর্ট
 
৭ নভেম্বর অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৫ থেকে প্রার্থী হয়েছেন ফাতিমা বারিয়াব। তার নির্বাচনী এলাকা জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট। নির্বাচনী প্রচারণায় তিনি বেশ কয়েকটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে অপরাধের বিষয়ে জিরো টলারেন্স নীতি, গ্রীন এবং ক্লিন নেইবারহুড উল্লেখযোগ্য।
সিনিয়র সিটিজেনদের জন্য এক্সপান্ড সার্ভিসেস, পাবলিক স্কুলের জন্য আরো বেশি ফান্ড, সবার জন্য অ্যাফোর্ডেবল হাউজিংয়ের ব্যবস্থা করার সাথে সাথে নির্বাচিত হতে পারলে তার ডিস্ট্রিক্ট অফিস তিনি ৭ দিনই ২৪ ঘন্টার জন্য খোলা রাখার কথা ঘোষণা দিয়েছেন। তিনি জানান, তার নির্বাচনী এলাকার মানুষের জন্য তিনি সেবা দিতে চান।
উল্লেখ্য, এর আগে একই পদে নির্বাচনে অংশ নিলেও তিনি জয়ী হতে পারেননি। তবে এবার তিনি জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি চান, বাংলাদেশিসহ তার কমিউনিটির সমর্থন কামনা করেছেন। ফাতেমা কমিউনিটিতে বেশ কয়েক বছর ধরেই কাজ করছেন। তিনি বলেন, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ২৫ থেকে নির্বাচন করছি। আমি একজন লাইফ লং নিউইয়র্কার। আমি এই এলাকাতেই জন্মেছি এবং এখানেই বড় হয়েছি।
তিনি আরও বলেন, আমি জানি ইমিগ্রান্টদের জীবন সংগ্রাম। আমি এগারো বছর বয়সে আমার বাবার বিজনেসে কাজ শুরু করি। আমি একজন ইমিগ্র্যন্ট প্যারেন্টের সন্তান হিসাবে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। আমি আমার অতীত অভিজ্ঞতাকে ইমিগ্রান্ট কমিউনিটির উন্নতির জন্য  ও সহযোগিতার জন্য কাজে লাগাতে চাই।