বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

উবার ও লিফট চালকরা পাচ্ছেন ৩২৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৮ এএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট

নিউইয়র্কের উবার ও লিফট ড্রাইভাররা ৩২৮ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক স্টেট এটর্নি জেনারেল অফিস এ ঘোষণা দিয়েছে। এটর্নি জেনারেল লেটিশা জেমস বলেছেন, এই অর্থ উল্লেখিত ২টি কোম্পানীর দ্বারা প্রতারিত (চিটেড) ড্রাইভাররা পাবেন। উবার ড্রাইভাররা ২৯০ মিলিয়ন ও লিফট ড্রাইভাররা পাবেন ৩৮ মিলিয়ন ডলার। এ ব্যাপারে স্টেট ও উবার-লিফটের সাথে সমঝোতা হয়েছে। লেটিশা জেমস সাংবাদিকদের বলেন, নিউইয়র্ক স্টেটের আইন অনুযায়ী উবার ও লিফট ড্রাইভারদের প্রাপ্য অর্থ থেকে কিছু অংশ উইথেলড করে রাখা হতো। তাদের অর্থ কেটে রাখা হতো। এ জন্য তাদের নির্দিষ্ট বেনিফিট পাওয়ার কথা। কিন্তু ড্রাইভারদের সেই বেনিফিট প্রদান না কওে তাদেও সাথে প্রতারণা করা হয়।  
এটর্নি জেনারেল বলেন, ক্ষতিগ্রস্ত এলিজেবল ড্রাইভাররা ডাকযোগে, টেক্সট অথবা ইমেইলে সেটেলমেন্টের নোটিশ পাবেন। তারা এই অর্থের জন্য ক্লেইম ফাইল করতে পারবেন।
নিউইয়র্ক স্টেটের প্রায় ১ লাখ লিফট ও উবার ড্রাইভার এই ক্যাশ বেনিফিট পাবেন। উবারের চীফ লিগ্যাল অফিসার ও লিফটের চীফ পলিসি অফিসার সেটেলমেন্টের কথা স্বীকার করেছেন।