বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিমিয়ায় রুশ শিপইয়ার্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:০৬ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রোববার

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার বন্দর শহর কার্চে একটি রুশ শিপইয়ার্ডে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন। শনিবার (০৪ নভেম্বর) এই হামলায় একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন আক্রমণ কৃষ্ণ সাগরে মস্কোর ক্ষমতাকে আরও দুর্বল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে আক্রমণ করার সময় আকাশেই ১৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। কোন জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রকাশ করা হয়নি।

ইউক্রেনী বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বলেছেন, রুশ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক জাহাজগুলোর একটি সেখানে ছিল।

ক্রিমিয়ার রুশপন্থি প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ইউক্রেনের এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ২০২২ সালের ১৪ এপ্রিল রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছিল ইউক্রেন। আমি মনে করি, এটিও সেই ঘটনার মতো।