বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাজে খুশি হয়ে কর্মীদের নতুন গাড়ি উপহার দিলেন মালিক

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১১ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

কাজে খুশি হয়ে কর্মীদের নতুন গাড়ি উপহার দিয়েছেন এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক। সেটিও আবার একজন বা দুজনকে নয়। নতুন গাড়ি উপহার দেওয়া হয়েছে ১২ জন কর্মীকে।

এমনকি নতুন এই গাড়ি উপহার পাওয়া কর্মীদের মধ্যে অফিসের একজন হেলপার বা সহায়ক কর্মীও রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। আসন্ন দীপাবলির আগে পাওয়া এই উপহারে কর্মীরাও বেশ খুশি।

গত শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হরিয়ানার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক তার কর্মীদের দীপাবলির উপহার হিসেবে নতুন গাড়ি উপহার দিয়েছেন। মিটসকার্ট নামে হরিয়ানার ওই সংস্থার চেয়ারম্যান এম কে ভাটিয়া তার অফিসের হেলপারসহ মোট ১২ জন কর্মচারীর কাছে একেবারে নতুন টাটা পাঞ্চ গাড়ির চাবি হস্তান্তর করেছেন।

কর্মীদের গাড়ি উপহার দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভাটিয়া বলেন, তিনি তার কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ হয়েছেন এবং এই বিশেষ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। কয়েক বছর আগে ভাটিয়ার হাত ধরে কোম্পানির যাত্রা শুরু হয় এবং সেসময় থেকেই এই কর্মচারীরা তার সাথে রয়েছেন।

এদিকে এমকে ভাটিয়া তার লিংকড ইন প্রোফাইলে কর্মীদের গাড়িসহ ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শোরুমে গিয়ে গাড়ির কভার খুলছেন তারা। বছর কয়েক আগে ওই সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। যারা প্রথম দিন থেকে তার সঙ্গে আছেন, তাদেরকেই বিশ্বাসযোগ্যতার দিক থেকে বেছে নিয়েছেন চেয়ারম্যান।

তিনি জানিয়েছেন, ওই কর্মীদের সংস্থার প্রতি বিশ্বাসযোগ্যতা অনেক বেশি, প্রচুর পরিশ্রম করে তার সংস্থাকে একটি উচ্চতায় পৌঁছে দিয়েছেন। খারাপ সময়েও হাত ছাড়েননি তারা। তার কথায়, কর্মীরা যে কতটা স্পেশাল সে অনুভূতিই তাদের বোঝাতে চেয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওতে নিজের প্রতিষ্ঠানের ১২ জন কর্মীর হাতে গাড়ির চাবি তুলে দিতে দেখা যাচ্ছে মালিক এমকে ভাটিয়াকে। এমনকি অফিস সহকারিকেও গাড়ি দিয়েছেন তিনি। আর গাড়ির চাবি হাতে নিয়ে উচ্ছ্বসিত কর্মীরাও।