বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক টাইমস অফিসে ফিলিস্তিনীদের বিক্ষোভ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৫ এএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার

যুদ্ধের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দাবি

 
আজকাল রিপোর্ট -
প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের পদভারে গতকাল বৃহস্পতিবার প্রকম্পিত হয়ে উঠেছিল মধ্য ম্যানহাটান। বিকাল চারটার দিকে বিক্ষোভ মিছিল এগিয়ে যায় নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি এবং নিউইয়র্ক টাইমস ভবনের দিকে। বিক্ষোভকারীদের একটি অংশ ঢুকে যায় নিউইয়র্ক টাইমস অফিসে। তারা সেখানে মধ্যপ্রাচ্য নিয়ে খবর প্রকাশে আরো বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানায় সম্পাদকদের প্রতি। অতঃপর তারা ধীরে ধীরে পত্রিকা অফিস বেরিয়ে আসে এবং ফিরে গিয়ে পাবলিক লাইব্রেরির সোপানে অবস্থান নেয়।    
প্রায় দেড় হাজার মানুষের এই বিক্ষোভে বিপুল সংখ্যায় অংশ নিয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা। ফিলিস্তিন সমর্থক বিভিন্ন গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে হামাস-ইসরাইল যুদ্ধ অবসানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান হয়। বিক্ষোভকারীরা ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারেরও দাবি জানায়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরাইল যুদ্ধ এখন দ্বিতীয় মাসে পড়ল। এই একমাসে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি শিশুসহ ১০ হাজার ৮১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পক্ষান্তরে ইসরাইলি নিহত হয়েছে ১ হাজার ৪শ। হামাসরা জিম্মি করেছে ২৩৯ জন ইসরাইলিকে।
এদিকে প্যালেস্টাইনে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ইসরাইল বিরোধী তুমুল বিক্ষোভ অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, টেক্সাস, মিশিগানসহ বিভিন্ন শহরে সমাবেশে অংশ নিয়ে ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজার হাজার নারী-পুরুষ, বাদ যায়নি শিশুরাও। কোন কোন সমাবেশে নিহত ফিলিস্তিনিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাফফেরাত কামনা করা হয়।