রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ৬৩১তম দিনের উল্লেখযোগ্য কিছু খবর
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
• রাশিয়া বলছে, ইউক্রেনীয় সেনারা দিনপ্রো নদী পার হয়ে দক্ষিণ খেরসনের রুশ অধিকৃত অংশে চলে গেছে। রুশ সমর্থিত গভর্নর ভ্লাদিমির সালদো বলেছেন, ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলের রেলওয়ে সেতু থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরত্বের ক্রিঙ্কি গ্রামে রয়েছে। তারা একটি এলাকাজুড়ে ছোট ছোট দলে কাজ করছে এবং রাশিয়া আরো সেনা মোতায়েন করেছে। ইউক্রেন এর আগে এই সপ্তাহের শুরুতে বলেছিল, তারা সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে দিনপ্রোর পূর্ব তীর সুরক্ষিত করেছে।
• পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত শহর দোনেটস্কের উত্তর-পশ্চিমে সেলিডোভ শহরে চারটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে দুইজন নিহত এবং কমপক্ষে তিনজন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ছয়টি অ্যাপার্টমেন্ট ভবনসহ বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে।
• ঝাপোরিঝিয়া অঞ্চলে রুশ গোলাবর্ষণে দুই উদ্ধারকর্মী নিহত এবং সাতজন আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার দুই সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়। এর আগে এই অঞ্চলের গভর্নর ইউরি মালাশকো বলেছিলেন, রাশিয়ার ছোড়া তিনটি রকেটের আঘাতে কমপক্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছে।
• ইউক্রেনীয় একটি নাগরিক গোষ্ঠী বলেছে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার ইউক্রেনীয় সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে।
কিয়েভ যুদ্ধে ক্ষয়ক্ষতিকে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। কর্মকর্তারা জানান, পরিসংখ্যান প্রকাশের কারণে যুদ্ধে ক্ষতি হতে পারে।
রাজনীতি এবং কূটনীতি
• ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বলেছেন, ইউরোপীয় কমিশন রাশিয়া থেকে হীরা এবং তরল পেট্রোলিয়াম গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে। মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নেওয়া ১২ দফা নিষেধাজ্ঞা এটি। সঙ্গে রুশ তেলের দামের সীমাও কার্যকর করা হবে।
ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত নিষেধাজ্ঞার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যে ইইউর ২৭ সদস্য রাষ্ট্র গ্রহণ করবে। চুক্তি পাসের জন্য সব সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সমর্থন প্রয়োজন।
• নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্যাকেজটি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে চালানো ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ। এর নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইইউ ওয়াশিংটনের কথায় ‘উঠবোস’ করে।
• হাঙ্গেরির ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জানোস বোকা বলেছেন, ‘ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের নেওয়া নীতিগুলোর জন্য কৌশলগত আলোচনার প্রয়োজন ছিল। এটা না হওয়া পর্যন্ত বুদাপেস্ট কিয়েভের জন্য নেওয়া ইইউর কোনো সহায়তার সিদ্ধান্তকে সমর্থন করবে না। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দাবি করেছেন, যা ঘটেছে তা ইউক্রেনে অর্থ ও সামরিক সাহায্য পাঠানো ইউনিটের কৌশল ব্যর্থ হয়েছে।
• দারিয়া ত্রেপোভা একজন ২৬ বছর বয়সী রাশিয়ান নারী। তিনি রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সেন্ট পিটার্সবার্গের একটি সামরিক আদালতে মামলাটির বিচার চলছে। প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ত্রেপোভা ইউক্রেনের নির্দেশে ব্লগারকে হত্যা করেছেন এবং ক্রেমলিনবিরোধী কর্মীদের সঙ্গে কাজ করছেন। তাতারস্কি ইউক্রেনে রুশ আক্রমণের একজন সমর্থক। গত এপ্রিলে একটি ক্যাফেতে নিহত হন তিনি। ত্রেপোভা তাকে একটি মূর্তি উপহার দেন, যা বিস্ফোরিত হয়ে তিনি নিহত হন। এতে আরো অর্ধশতাধিক মানুষ আহত হন।
অস্ত্র
• রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক রোসোবোরোনেক্সপোর্ট বলেছে, ল্যানসেট ড্রোনের জন্য বিদেশে ব্যাপক চাহিদা দেখা গেছে। তবে তারা অস্ত্র রপ্তানি করবে না। কারণ রুশ সশস্ত্র বাহিনীর এর প্রয়োজনীয়তা বেশি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ড্রোন মোতায়েন করেছে।