হামাস-ইসরায়েল যুদ্ধ নিহত ৪২ সাংবাদিক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৩ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার
আজকাল ডেস্ক
হামাস-ইসরায়েল যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মধ্যে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪২ জন। অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে অন্তত একজন সাংবাদিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সিপিজে এর বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত সাংবাদিকদের মধ্যে ৩৭ জনই প্যালেস্টেনিয়ান। বাকিদের মধ্যে চার জন ইসরায়েলের ও একজন লেবাননের সাংবাদিক।
বিভিন্ন সংবাদসংস্থার উদ্ধৃতি দিয়ে সিপিজে জানিয়েছে, গাজায় সবশেষ নিহত সাংবাদিকদের মধ্যে আছেন আল কাহেরা নিউজের ফটোগ্রাফার আহমেদ ফাতিমা ও স্থানীয় বেতার পরিচালক ইয়াকুব আল বারশ।
১৯৯২ সাল থেকে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করা শুরুর পর সবশেষ হামাস-ইসরায়েলের মধ্যকার শুরু হওয়া যুদ্ধটি সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী হয়ে দেখা দিয়েছে বলে জানিয়েছে সিপিজে।
সংস্থাটি আরও জানায়, ‘সাংবাদিকদের মৃত্যু, নিখোঁজ হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া বা হুমকি পাওয়া, সংবাদ সংস্থাগুলোর কার্যালয় বা সাংবাদিকদের বাসস্থানের ক্ষতি সংক্রান্ত অসংখ্য অনিশ্চিত প্রতিবেদনের তদন্ত করছে সিপিজে।’