বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্নীতি তদন্তে এফবিআই

মেয়র এরিকের অপরাধ কি?

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৯ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার



 
আজকাল রিপোর্ট
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের ফোন ও আইপ্যাড জব্দ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তবে কি কারণে এফবিআই এটি করেছে, মেয়র এরিকের অপরাধই কি এ নিয়ে প্রশ্ন উঠেছে। নিউইয়র্ক সিটির অনেকেই মনে করেন, ষড়যন্ত্র করে কি এরিক অ্যাডামকে ফাঁসানো হচ্ছে।
গণমাধ্যমের খবর, আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তে মেয়রের ফোন ও আইপ্যাড জব্দ করেছে এফবিআই।
সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়, ২০২১ সালে এরিকের নির্বাচনী প্রচারণার সঙ্গে তুরস্ক সরকারের সঙ্গে যোগসাজশ ছিল। বিষয়টি সম্পর্কে অবগত লোকদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমটি বলেছে, গত সোমবার একটি অনুষ্ঠানের পরে এরিক অ্যাডামসের কাছে যান এফবিআই এজেন্টার। তারা মেয়রের নিরাপত্তাকর্মীদের গাড়ির কাছ থেকে সরে যেতে বলেন এবং তাঁর সঙ্গে গাড়িতে উঠে বসেন।
এরপর এফবিআই এজেন্টরা এরিকের দুটি সেলফোন ও একটি আইপ্যাড জব্দ করেন। কয়েকদিন পরেই অবশ্য সেগুলো ফিরিয়ে দেওয়া হয়।
গত সপ্তাহে এরিক অ্যাডামসের সাবেক শীর্ষ তহবিল সংগ্রাহক ব্রায়ানা সাগসের বাসায় তল্লাশি চালায় এফবিআই। এরপরেই প্রকাশ্যে আসে নিউইয়র্ক মেয়রের বিরুদ্ধে তদন্ত চলার খবর। ওই অভিযানে ব্রায়ানার ল্যাপটপ, সেলফোন ও ‘এরিক অ্যাডামস’ লেখা একটি ফাইল ফোল্ডার জব্দ করেন তদন্ত কর্মকর্তারা।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি নিউইয়র্ক মেয়রের আইনজীবী।