সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেলেন মারিয়া

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৪ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট
নিউইয়র্কের সুপরিচিত সংগীতশিল্পী মরিয়ম মারিয়া ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন। সম্প্রতি কুইন্স প্যালেসে এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী মরিয়ম মারিয়া অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে গান করছেন তিনি। এছাড়াও মারিয়া বিশ্বের বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন।
‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৩ পাওয়ার পর মারিয়া বলেন, এমন একটি পুরস্কার পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। এই সম্মাননার জন্য কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠান কর্তৃপক্ষ, আমার শ্রোতা ও পরিবারের প্রতি। এদিকে সংগীতশিল্পী হিসেবে মরিয়ম মারিয়া উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডও পেয়েছেন। বর্তমানে এ শিল্পী ব্যস্ত গানের অনুষ্ঠান নিয়ে। পাশাপাশি নতুন গান করছেন।
মারিয়ার গানের শুরু তার পরিবার থেকে। তার মায়ের পরিবার যেহেতু সংস্কৃতিমনা ছিল তাই সে সময় থেকেই তিনি লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, মান্না দে’র গান শুনে বড় হয়েছেন। এ গায়িকা বলেন, ওনাদের অনুসরণ করতাম। কীভাবে উনারা গাইছেন রপ্ত করতাম। আমার হাতে খড়ি ছিল শিশু একাডেমিতে লিয়াকত আলী খান স্যারের কাছে। শিল্পকলায় শিখেছি। সুর বিতান সংগীত একাডেমি থেকে তালিম নিয়েছি। ওস্তাদ সঞ্জীব দে’র কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নেই। দেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হবার গল্প বলতে গিয়ে তিনি বলেন, একুশে টেলিভিশনে প্রায় ৭ বছর কাজ করেছি। সে সময় ইউএসএতে আসা-যাওয়া গানের জন্যই। একটা সময় এখানে স্থায়ী হয়ে যাই। এখানে এখন একটা রিয়েল এস্টেটে চাকরি করছি। আর সংগীত সাধনাতো চলছেই। নতুন গান প্রসঙ্গে মারিয়া বলেন, যুক্তরাষ্ট্রে আসার আগে কিছু গান কমপ্লিট করে এসেছিলাম। আশা করছি নতুন বছরে ভিডিও করে গানগুলো প্রকাশ করতে পারবো।