ইউরোপের সীমান্তে অস্ত্রধারী অভিবাসী পাঠাচ্ছে রাশিয়া
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০০ এএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার
ইউরোপ সীমান্তে অস্ত্রধারী অভিবাসী পাঠানোর দায়ে রাশিয়াকে অভিযুক্ত করল এস্তোনিয়া। দেশটির দাবি, ইউরোপের পূর্ব সীমান্তে ‘একটি হাইব্রিড অপারেশন’ চালাবে মস্কো। এ লক্ষ্যে তাদের দেশ এবং ফিনল্যান্ড সীমান্তে বেশ কিছু দিন ধরে অভিবাসীরা ভিড় জমাচ্ছে।
এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুর দাবি করেন, দুই দেশের সীমান্তে আসা শত শত অভিবাসীর মাধ্যমে ‘সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত’ অপারেশন চালাচ্ছে রাশিয়া। শুক্রবার গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নর্ডিক এবং বাল্টিক প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে এ অভিযোগ তোলেন তিনি।
নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৮০০ শরণার্থী এবং অভিবাসী ফিনল্যান্ডে প্রবেশ করেছে। এস্তোনিয়াতেও গত কয়েক দিনের মধ্যে প্রায় ৭৫ জন দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। সংখ্যাটি পূর্বের তুলনায় অনেকটা বেশি বলে মস্কোর দিকে আঙুল তুলছে এস্তোনিয়া। সুইডেনের রাজধানী স্টকহোমের কার্লবার্গ প্যালেসে এক সংবাদ সম্মেলনে পেভকুর বলেন, ‘অভিবাসী প্রবেশের বিষয়টি সম্পূর্ণরূপে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়।
রাশিয়ায় একটি সীমান্ত অঞ্চল রয়েছে যেখানে আপনি এফএসবির (রাশিয়ার প্রতিরক্ষাকেন্দ্র) অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। তাহলে দুর্ঘটনাক্রমে, কিভাবে শত শত অভিবাসী শীতকালে সাইকেল নিয়ে ফিনল্যান্ডের সীমান্তে চলে এসেছে? এটা কিভাবে সম্ভব! তিনি আরও বলেন, ‘তারা কেউ কেউ ইয়েমেন থেকে আসছে, কেউ সিরিয়া থেকে আসছে, কেউ সোমালিয়া থেকে আসছে এবং দিনের শেষে ফিনল্যান্ডের ক্রসিং পয়েন্টে তাদের যাত্রা শেষ হচ্ছে, এটা বিশ্বাসযোগ্য নয়।’ এর পরই পেভকুর দাবি করেন, ‘এরা আশ্রয়প্রার্থী নয়, এটি অস্ত্র দ্বারা তৈরি অবৈধ অভিবাসী।’
আরও একধাপ এগিয়ে লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস সপ্রুডস বলেন, ‘এ কান্ডের পেছনে কে আছেন তাতে কোনো সন্দেহ নেই। এর স্থপতি একজনই। তিনি হলেন পুতুল মাস্টার পুতিন।’