মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুদ্ধবিরতির ষষ্ঠ দিন : ১৬ ইসরায়েলি ও ৩০ ফিলিস্তিনি মুক্ত

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

গাজায় যুদ্ধবিরতির ষষ্ঠ দিন ছিল বুধবার। এদিন রাতে আরো ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি কারাগার পরিষেবা বলেছে, ‘রাতে ৩০ জন পুরুষ ও নারী বন্দিকে বেশ কয়েকটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

অন্যদিকে সশস্ত্র গোষ্ঠী হামাস এর আগে ১০ ইসরায়েলিসহ আরো ১৬ বন্দিকে মুক্তি দিয়েছে।

বাকি ছয়জনের মধ্যে চারজন থাই নাগরিক ও দুইজন রাশিয়ান। শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ছয় দিনে মোট ২১০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এবং অন্যদিকে ৯৭ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্ত হওয়া ৩০ ফিলিস্তিনির মধ্যে ১৪ নারী, অন্য ১৬ জন অপ্রাপ্তবয়স্ক। মুক্তিপ্রাপ্ত ১০ ইসরায়েলির মধ্যে  পাঁচ নারী, ৩ শিশু ও ১৮ বছরের একজন তরুণ রয়েছেন।

ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তি পাওয়া এই জিম্মিরা সেখানকার ভূখণ্ডে ঢোকার পর পাঁচটি হাসপাতালে তাদের প্রাথমিক শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। 
বুধবার আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট কমিটির প্রতিনিধিদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এএফপি বলছে, সর্বশেষ মুক্তিপ্রাপ্তদের মধ্যে আহেদ তামিমি নামে এক তরুণীও রয়েছেন। ২২ বছর বয়সী এই তরুণী ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রধান ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের জন্য তাকে আটক করা হয়েছিল। ইসরায়েলের দাবি, সেই ইনস্টাগ্রাম পোস্টে তিনি ইসরায়েলিদের গণহত্যার আহ্বান জানানোর পাশাপাশি হিটলারের কথা উল্লেখ করেছেন। অবশ্য তার পরিবার সে সময় তেমন কোনো পোস্ট দেওয়ার কথা অস্বীকার করেছিল। 
২৫ নভেম্বর থেকে শুরু হয় চার দিনের যুদ্ধবিরতি। সোমবার যুদ্ধবিরতির শেষ দিনে মেয়াদ আরো দুই দিন বাড়ানো হয়।